বালাসোর: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির স্বল্পপাল্লার ভূমি থেকে আকাশ (স্যাম) ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত।
সর্বাধুনিক প্রযুক্তির এই মিসাইলকে মঙ্গলবার ওড়িশার উপকূলবর্তী চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) তৃতীয় লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণ করা হয়।
ডিআরডিও সূত্রে জানানো হয়, এদিন প্রথমে চালকবিহীন বিমান ‘বংশী’-কে শত্রু-লক্ষ্যবস্তু হিসেবে আকাশে ওড়ানো হয়। এরপর ‘আকাশ’ গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
জানা গিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৫ কিলোমিটার। ৫৫ কেজি অস্ত্রবহণে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
স্বল্প থেকে মাঝারি এমনকী অধিক উচ্চতা থেকে হামলা করা শত্রুপক্ষের বিমান ও মিসাইলকে ধ্বংস করতে আকাশের জুড়ি মেলা ভার বলে দাবি বিজ্ঞানীদের।
জানা গিয়েছে, আকাশ মিসাইল সিস্টেমটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। অর্থাৎ, একে উৎক্ষেপণ করতে কারও প্রয়োজন নেই। দেশের আকাশসীমায় যে কোনও শত্রু বিমান, ড্রোন বা মিসাইল প্রবেশ করলে, এই সিস্টেম মারফৎ ‘আকাশ’ মিসাইল সঙ্গে সঙ্গে নিজেই উড়ে গিয়ে তাকে ধ্বংস করতে সক্ষম।