লখনউ: সমাজবাদী পার্টি (সপা)-র ঘরোয়া বিবাদে নতুন মোড়। ৫ নেতাকে বহিষ্কার করলেন অখিলেশ সিংহ যাদব। বহিষ্কৃতদের মধ্যে আছেন কাকা শিবপাল সিংহ যাদবের অনুগামী দীপক মিশ্র।
অখিলেশ বর্তমানে সপা-র জাতীয় সভাপতি। তাঁর নির্দেশেই আজ দলের প্রাক্তন সাধারণ সম্পাদক মিশ্র, প্রাক্তন মুখপাত্র মহম্মদ শাহিদ, হরদৌইয়ের রাজেশ যাদব, নয়ডার রমেশ যাদব ও কাল্লু যাদবকে বহিষ্কার করা হল বলে জানান দলের রাজ্য শাখার প্রধান নরেশ উত্তম।
মিশ্রের পাশাপাশি শাহিদও শিবপাল ঘনিষ্ঠ বলে পরিচিত। তিন মাসের মধ্যে অখিলেশ দলের নেতৃত্ব মুলায়মকে ফিরিয়ে দিন, নইলে মুলায়মকে সামনে রেখে তিনি নতুন ধর্মনিরপেক্ষ মোর্চা গড়বেন বলে সম্প্রতি ঘোষণা করেছেন শিবপাল।
গতকাল মুলায়ম সিংহ যাদব প্রকাশ্যে সদ্য হয়ে যাওয়া বিধানসভা ভোটে অখিলেশের কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। বলেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতাই কাল হয়েছে দলের।কংগ্রেস তাঁকে শেষ করে দিতে কোনও চেষ্টাই বাকি রাখেনি বলেও ক্ষোভের সুরে মন্তব্য করেন মুলায়ম।
পাশাপাশি অবশ্য মুলায়ম শিবপালের নতুন ফ্রন্ট খোলার ঘোষণায় সায় দেননি। সপা-কে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
২ শিবপাল-ঘনিষ্ঠ সহ ৫ জনকে বহিষ্কার অখিলেশের, সপা-য় ফের সংঘাত?
Web Desk, ABP Ananda
Updated at:
08 May 2017 02:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -