গাজিয়াবাদ: রাত পোহালেই শনিবার উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল বের হবে। তার আগে, অখিলেশ যাদবকে একহাত নিলেন কিরেন রিজিজু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, মায়াবতীর সঙ্গে গাঁটছড়ার কথা বলে গণনার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কার্যত হার স্বীকার করে নিয়েছেন।
এদিন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রিজিজু। তার ফাঁকেই বিএসপি-র সঙ্গে গাঁটছড়া নিয়ে অখিলেশের গতকালের মন্তব্যের প্রেক্ষিতে রিজিজু বলেন, ভোটগণনার আগেই (অখিলেশ) হার মেনে নিয়েছেন। আর কী বলব।
প্রসঙ্গত, গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমের বের হওয়া বুথ-ফেরত সমীক্ষায় উঠে আসে যে, উত্তরপ্রদেশে সরকার গঠন করার বিষয়ে এগিয়ে রয়েছে বিজেপি। এরপরই রাতে অখিলেশ ইঙ্গিত দেন, বিজেপিকে রুখতে প্রয়োজনে তিনি মায়াবতীকেও সঙ্গে নিতে পারেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি (বিএসপির সঙ্গে) গাঁটছড়া নিয়ে কথা বলব না। সরকার গঠন করার জন্য যথেষ্ট আসন পাবে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তবে, যেহেতু আমি বরাবর বিএসপি প্রধানকে আত্মীয় হিসেবে দেখেছি, তাই স্বাভাবিকভাবেই মানুষ মনে করতেই পারেন যে, তাঁকে সঙ্গে নেব। তবে, এখনই কিছু বলার সময় আসেনি।