লখনউ: সমাজবাদী পার্টি (সপা)-র অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামার কোনও লক্ষ্মণই নেই। যাদব-যুদ্ধে নাটকীয় সিদ্ধান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমর্থকদের কনভেনশনে। সেখানে দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহর জায়গায় সপা-র জাতীয় সভাপতি নির্বাচিত হলেন অখিলেশ। রামগোপাল যাদব এই পদে অখিলেশের নাম প্রস্তাব করার পর উপস্থিত নেতা-সমর্থকরা ব্যাপকভাবে সমর্থন করেন। কনভেনশনে শিবপাল যাদবকে দলে উত্তরপ্রদেশ সভাপতির পদ থেকে হঠিয়ে দেওয়া হয়েছে।
কনভেনশনে যোগ দিয়েছেন প্রচুর কর্মী-সমর্থক ও বিধায়ক। কনভেনশনে মুলায়মের আস্থাভাজন অমর সিংহকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
কনভেনশনের এই সিদ্ধান্ত দলে মুলায়মের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামিল বলে মনে করা হচ্ছে। কনভেনশনে মুলায়মকে দলের সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে দলে মুলায়ম হবেন মার্গদর্শক। সপা-র শীর্ষ নেতৃবৃন্দ তাঁর পরামর্শক্রমে চলবে বলে রামগোপাল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন।
রামগোপালের ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ জানিয়েছেন, তিনি নেতাজীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই চলবেন। তবে শিবপালের বিরুদ্ধে কঠোর মনোভাব গোপন করেননি অখিলেশ। সমর্থকদের প্রবল হর্ষধ্বনির মাঝে অখিলেশ বলেছেন, সমাজবাদী পার্টির জন্য যে কোনও আত্মত্যাগে তিনি প্রস্তুত।
উল্লেখ্য, দলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরে গত শুক্রবার ছেলে অখিলেশ ও তুতো ভাই রামগোপালকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছিলেন মুলায়ম।
কিন্তু দলীয় নেতা ও বিধায়কদের আনুগত্যর প্রমাণ দিয়ে অখিলেশ শক্তি প্রদর্শন করার পর ভোল পাল্টে ছেলে ও রামগোপালের সাসপেন্সনের সিদ্ধান্ত প্রত্যাহার করেন মুলায়ম। আর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ভাই শিবপাল।
কিন্তু তার একদিনের মধ্যেই পাল্টা নিজেদের শক্তি জাহির করল অখিলেশ শিবির।
মুলায়ম শিবিরে এই খবর পৌঁছতেই ক্ষেপে যান একদা কুস্তিগীর সপা প্রধান। তড়িঘড়ি একটি চিঠি প্রকাশ করেন। সেখানে বলা হয়, রামগোপাল যাদবের ডাকা আজকের জাতীয় সম্মেলন দলের সংবিধানের বিরুদ্ধে। এই বৈঠকের জন্য দলের সভাপতির কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। তাই দলের সংসদীয় বোর্ড আজকের এই বৈঠকে নেওয়া সব সিদ্ধান্তকেই বাতিল ও বেআইনি বলে ঘোষণা করছে। দলের জাতীয় সম্মেলন ৫ জানুয়ারি, সকাল ১১টায় একই স্থানে হবে।
এখানেই না থেমে আরও একধাপ এগোন মুলায়ম। রামগোপাল যাদবকে ফের ৬ বছরের জন্য নির্বাসন করা হয়।
বলা হয়, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বুধবার যে ৩২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মুলায়ম, তাই বহাল থাকছে। বাকি প্রার্থীদের নামও দ্রুত জানিয়ে দেওয়া হবে।
সপা-সংঘাতে নাটকীয় মোড়: অখিলেশ ‘জাতীয় সভাপতি’, পদ থেকে ‘সরানো হল’ শিবপালকে, ‘বরখাস্ত’ অমর, মুলায়ম ‘মার্গদর্শক’
ABP Ananda, web desk
Updated at:
01 Jan 2017 01:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -