লখনউ: একেই বলে বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি!
গরিবগুর্বোদের মধ্যে ২০.৫৮ কোটি টাকা বিলি করতে গিয়ে শুধু অনুষ্ঠানের আয়োজন করতেই উত্তরপ্রদেশের পূর্বতন অখিলেশ যাদব সরকার উড়িয়ে দিয়েছে ১৫.০৬ কোটি টাকা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজিএই তথ্য দিয়েছেন।
সিএজি রিপোর্ট বলছে, বেরোজগারি যোজনায় বেকারদের মধ্যে টাকা বিলি করে অখিলেশ সরকার। ২০১২ থেকে ২০১৩-র মধ্যে এই যোজনায় তারা বিলি করে ২০.৫৮ টাকা।
বহু অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিজেই এই চেক বিলি করেছেন।
কিন্তু সে জন্য হল ভাড়া করা, ম্যারাপ বাঁধা, ফুল কেনা, আলোর ব্যবস্থা, খাওয়াদাওয়া ইত্যাদিতে তারা ৮.০৭ কোটি টাকা খরচ করেছে। আর ৬.৯৯ কোটি টাকা খরচ হয়েছে অভ্যাগতদের নিয়ে আসা ও ফেরত পাঠানোয়।
যদিও যোজনার গাইডলাইনের কোথাও বলা ছিল না, যে অভ্যাগতদের নিয়ে আসা ও ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে, চেক নিতে বেকারদের অনুষ্ঠান হলে আনার ব্যাপারেও উল্লেখ ছিল না কিছু।
বরং নির্দেশ ছিল, প্রতি চার মাস অন্তর ওই টাকা ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের সুবিধাভোগীদের সেভিংস অ্যাকাউন্টে জমা দিতে হবে, দেওয়া যাবে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিতেও। কিন্তু সরকার যেভাবে নিজেদের প্রচারের স্বার্থে বেকারদের অনুষ্ঠান মঞ্চে ডেকে এনে হাতে হাতে চেক তুলে দিয়েছে, তাতে লোক জানাজানি হয়তো হয়েছে, করদাতাদের টাকাও কিছু কম গলে যায়নি।
২০.৫৮ কোটি টাকা বিলির অনুষ্ঠান করতে ১৫.০৬ কোটি টাকা উড়িয়েছে অখিলেশ সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2017 02:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -