নয়াদিল্লি: উত্তরপ্রদেশের রাজনীতিতে দেখা যেতে পারে নয়া সমীকরণ। এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। একটি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাতের সুরাতে এসে অখিলেশ বলেছেন, বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী রাজি থাকলে আগামী লোকসভা নির্বাচনে তাঁর দল জোট বাঁধার জন্য তৈরি।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অখিলেশ বলেছেন, সমাজবাদীরা তো সবার সঙ্গেই হাত মেলাতে রাজি। এখন মায়াবতী রাজি হলে তাঁর সঙ্গে জোট বাঁধতেও প্রস্তুত তাঁরা। কিন্তু এখনই এ ব্যাপারে সঠিক কিছু বলা মুশকিল বলেও জানিয়েছেন অখিলেশ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। যোগী আদিত্যানাথ সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, এনকাউন্টার করে আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ঘটানো বিজেপির চিন্তাভাবনা। গুজরাতের মতো উত্তরপ্রদেশেও এখন এনকাউন্টার হচ্ছে।
এর আগে মুম্বইয়ে এক অনুষ্ঠানে অখিলেশ বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। বিজেপি সভাপতি অমিত শাহকে নিশানা করেন তিনি।