মুম্বই: দেশ ও দেশের সেনাবাহিনীর প্রতি বলিউড তারকা অক্ষয় কুমারের অনুভূতি খুবই প্রখর। ৬৮ তম প্রজাতন্ত্র দিবসের আগে একটি ভিডিও পোস্ট করে দেশপ্রেমের নিদর্শন রেখেছেন তিনি। গত ২৪ জানুয়ারি ওই ভিডিওর মাধ্যমে দেশের সেনাবাহিনীর প্রতি এক মর্মস্পর্শী বার্তা দিয়েছেন। ভিডিওতে অক্ষয় শহীদদের পরিবারের জন্য সাধারণ মানুষ যাতে অর্থদান করতে পারেন সেজন্য বিশেষ মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট গড়ে তোলার প্রস্তাব রেখেছেন। তিনি এমন একটি অ্যাপ বা ওয়েবসাইট গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন যার মাধ্যমে শহিদদের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি জমা বা দান করা যাবে।
অক্ষয় বলেছেন, সেনাদের জন্যই আমরা বেঁচে রয়েছি। এতটুকু তো তাঁদের জন্য করা যেতেই পারে।

সিনেমা তারকার পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দান এলেই তা বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে অনুরাগীদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি। সরকারের সাহায্যে এবং সেনা বাহিনীর অনুমতি ক্রমে এই অ্যাপ বা ওয়েবসাইট তৈরি হলে তাতে তিনি অ্যাঙ্কর হতেও রাজি বলে জানিয়েছেন অক্ষয়। উল্লেখ্য, অক্ষয়ের বাবা সেনাবাহিনীতে কাজ করতেন।