জলনা: সরকারি স্বাস্থ্যবিমার আওতার আসছেন মহারাষ্ট্রের সমস্ত নাগরিক। এমনই ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। তিনি বলেছেন, দেশের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্র রাজ্যের সমস্ত মানুষকে নিখরচায় ও ক্যাশলেশ বিমার সুরক্ষা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে।
শুক্রবার জলনায় মহারাষ্ট্র দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টোপে বলেছেন, রাজ্যের জনসংখ্যার ৮৫ শতাংশই মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনা (এমজেপিজেএওওয়াই)-এর আওতায় ছিল। এখন বাকি ১৫ শতাংশকেও অন্তর্ভূক্ত করা হবে।


টোপে বলেছেন, বেসরকারি হাসপাতালগুলি রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করতে না পারে সেজন্য সমস্ত সরকারি, আধা-সরকারি কর্মী ও সাদা রেশন কার্ড ধারকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য একটি স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পুনে ও মুম্বইয়ের বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সার জন্য জেনারেল ইনসিউরেন্স পাবলিক সেক্টর অ্যাসোসিয়েশন (জিআইপিএসএ)-এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। একইভাবে সমস্ত হাসপাতালে চিকিত্সার খরচে যাতে সমতা থাকে তা নিশ্চিত করতে অন্যান্য রোগের ক্ষেত্রেও বিভিন্ন প্যাকেজ তৈরি করা হবে।
মন্ত্রী বলেছেন, আগে এই প্রকল্পের আওতায় ছিল ৪৯৬ হাসপাতাল। এখন এক হাজারের বেশি হাসপাতাল এর আওতায় আসবে। বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারি আইন অনুযায়ী রাজ্য সরকার বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড-১৯ চিকিত্সার খরচ বেঁধে দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।