নয়াদিল্লি: কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সাম্প্রতিককালে আমার যাবতীয় আলোচনার মূলে রয়েছে ‘একতা’ ও ‘মমতা’, এই দুটি মন্ত্র, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তার পর এবার সেখানে সর্বদলীয় প্রতিনিধিদল যাচ্ছে। ৪ সেপ্টেম্বর রাজনাথ সিংহের নেতৃ্ত্বে জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন সর্বদলীয় প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে এ কথা। লাগাতার অশান্তি, হিংসায় ক্ষতিগ্রস্ত মেহবুবা মুফতির রাজ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টার অঙ্গ হিসাবেই সেখানে যাচ্ছে প্রতিনিধিদলটি। বুরহান ওয়ানির মৃত্যু হওয়ার পর থেকে শান্তি উধাও সেখানে। শান্তির পথে রাজ্যকে ফেরাতে সেখানকার নানা স্তরের সংগঠন, লোকজনের সঙ্গে দলটি মতামত আদানপ্রদান করবে বলে জানা গিয়েছে।

গতকালই বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে ঘণ্টাখানেকের আলোচনায় সর্বদলীয় প্রতিনিধিদলের সফরের ব্যাপারে বিস্তারিত কথা হয়। প্রতিনিধিদলের সদস্যরা উপত্যকায় কোন কোন ব্যক্তি, সংগঠনের সঙ্গে কথা বলতে পারেন, সে ব্যাপারে আলোচনা হয়েছে। ইতিমধ্যে সরকারের তরফে সব রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে নিজ নিজ প্রতিনিধিদের নাম পাঠাতে বলা হয়েছে।

গতকালই ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের মানুষের মন জয়ে বলেন, যুবক বা নিরাপত্তাকর্মী, যে-ই হোক, সেখানে একজনের মৃ্ত্যু হলেও সেটা আমাদের নিজেদের, দেশের ক্ষতি। সেখানে অশান্তির পিছনে মদতদাতাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, যারা কাশ্মীরে যুবকদের পাথর ছোঁড়ায় ইন্ধন দিচ্ছে, তাদের একদিন জবাবদিহি করতে হবে। সেইসঙ্গে তিনি বলেন, কাশ্মীর প্রশ্নে সব রাজনৈতিক দলই এক সুরে কথা বলছে। গোটা দুনিয়া, সন্ত্রাসবাদীদের একটি কড়া বার্তা দেওয়া সম্ভব হয়েছে এজন্য।