হিসার: দশম শ্রেণির পরীক্ষায় ফেল করল সরকার-পরিচালিত গার্লস স্কুলের সকল পরীক্ষার্থী। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে।


খবরে প্রকাশ, কাব্রেল গ্রামের ওই বালিকা স্কুলের ২৪ জন ছাত্রী এবছর হরিয়ানা স্কুলশিক্ষা বোর্ড পরিচালিত দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল। রাজ্য শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, গতমাসে ফলাফল ঘোষণার পর দেখা যায়, ওই স্কুলের সব ছাত্রী অকৃতকার্য হয়েছে। তিনি যোগ করেন, এটিই একমাত্র স্কুল যা এত খারাপ ফল করেছে।


যদিও, এর জন্য ছাত্রীদের দোষারোপ দিতে অস্বীকার করছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে গ্রাম-প্রধান। উল্টে খারাপ ফলাফলের জন্য তাঁরা রাজ্য প্রশাসন ও শিক্ষা দফতরের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে।


এক শিক্ষক জানান, গত চার মাস ধরে স্কুলের হেডমাস্টারের পদ খালি পড়ে রয়েছে। আবার গ্রামপ্রধানের দাবি, গত এক বছর ধরে স্কুলে সংস্কৃত, হিন্দি, বিজ্ঞান ও অঙ্ক বিষয়গুলির শিক্ষক নেই। এক গ্রামবাসীর অভিযোগ, একদিকে সরকার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর ওপর জোর দিচ্ছে। অন্যদিকে, স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও ভাবনাচিন্তা করছে না।