লখনউ: বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে সপরিবারে আত্মহত্যার চেষ্টা এক মহিলার।
ওই মহিলার অভিযোগ, গত বছর তাঁকে ধর্ষণ করেন উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার ও তাঁর সঙ্গীরা। সেনগারের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়েরের পর তাঁর পরিবারকে হুমকি ও তাঁর বাবাকে মারধর করা হয় বলেও ওই মহিলার অভিযোগ।






ওই মহিলার দাবি, তাঁকে ধর্ষণ করা হয়। তিনি সুবিচারের আর্জিতে দোরে দোরে মাথা ঠুকেছেন। কিন্তু কেউ কর্ণপাত করেনি। তিনি বলেছেন, ''আমি চাই সবাইকে গ্রেফতার করা হোক, নাহলে আমি আত্মঘাতী হব। আমি মুখ্যমন্ত্রীর কাছেও দিয়েছিলাম। কিন্তু কোনও ফল হয়নি। এফআইআর দায়ের করলে আমাদের হুমকি দেওয়া হয়'।
ওই মহিলা ও তাঁর পরিবারের আত্মহত্যার চেষ্টায় বাধা দেয় পুলিশ। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের লখনউয়ের গৌতম পল্লি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
লখনউ-এর এডিজি রাজীব কৃষ্ণন বলেছেন, তাঁকে সেনগার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। সেনেগারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও মহিলার পরিবারের অভিযোগ। বিধায়কের লোকজন তাঁদের মারধর করেছেন বলেও অভিযোগ। ঘটনার বিস্তারিত তদন্তে জানা গেছে যে, দুই পক্ষের মধ্যে গত ১০-১২ বছর ধরে বিবাদ রয়েছে।