কোরাপুট (ওড়িশা): প্রয়োজনীয় নথি না থাকায় সরকারি হাসপাতাল ভর্তি করেনি বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে নর্দমার পাশেই সন্তান প্রসব করলেন এক আদিবাসী মহিলা। যদিও মহিলাকে ভর্তি না নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কোরাপুটের শহিদ লক্ষ্মণ নায়েক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়ায় তারা ৩০ বছর বয়সি মহিলা ও তার সদ্যোজাতকে হাসপাতালের স্পেশাল নিও-নাটাল কেয়ার ইউনিটে ভর্তি করে। মা, শিশু দুজনেই স্থিতিশীল বলে খবর।
ওই হাসপাতালে চিকিত্সাধীন স্বামী রঘু মুদুলিকে দেখতে মা, বোনকে নিয়ে এসেছিলেন দাসমন্তপুর ব্লকের জানিগুড়া গ্রামের বাসিন্দা ওই সন্তানসম্ভবা মহিলা। তাঁর মা গৌরমণি মুদুলির অভিযোগ, আচমকা মেয়ের প্রসববেদনা শুরু হয়। কিন্তু ভর্তির জন্য গাইনোকলজি বিভাগে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেখানকার চিকিত্সক কর্মীরা নাকি প্রেসক্রিপশন ও অন্যান্য দরকারি নথি সঙ্গে না থাকায় তাঁর মেয়েকে ভর্তি করতে চাননি, বাধ্য হয়ে সে পাশের নর্দমার কাছেই সন্তান প্রসব করে। যদিও কোরাপুটের মুখ্য ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ললিত মোহন রথ অভিযোগ উড়িয়ে বলেন, প্রাকৃতিক কাজ সারতে গিয়েই ওই মহিলার সন্তানটি ভূমিষ্ঠ হয়। তিনি মেডিকেল চেকআপ বা ভর্তি, কোনও কিছুর জন্যই হাসপাতাল কর্মীদের কাছে আসেননি।
হাসপাতাল ভর্তি নেয়নি, অভিযোগ, নর্দমার পাশে সন্তান প্রসব আদিবাসী মহিলার
Web Desk, ABP Ananda
Updated at:
16 Dec 2017 06:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -