লখনউ: যোগী আদিত্যানাথের রাজ্য উত্তরপ্রদেশে বিক্ষোভের মুখে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমার। লখনউয়ে লিটারেরি ফেস্টিভ্যালে যোগ দিতে এসে সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি ও হিন্দু যুবা বাহিনীর বিক্ষোভের মুখে পড়লেন কানহাইয়া।
অ্যাসিড আক্রান্তদের দ্বারা পরিচালিত শেরোয়েস ক্যাফেতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কানহাইয়া তাঁর লেখা বই ‘বিহার টু তিহাড়’ নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠানে এসেছিলেন।
গোমতীনগরের এই ক্যাফেতে কানহাইয়া পৌঁছনো মাত্রই এবিভিপি ও হিন্দু যুবা বাহিনীর সদস্যরাও হাজির হন এবং 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে শুরু করেন। সেইসঙ্গে 'কানহাইয়া ফিরে যাও' স্লোগানও চলতে থাকে।
ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনী এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা অবলম্বন করেন। আয়োজক ও শেরোয়েস ক্যাফেতে কর্মরত অ্যাসিড আক্রান্তরা অনুষ্ঠান শুরু করতে দেওয়ার আর্জি বিক্ষোভকারীদের কাছে জানান।
শেষপর্যন্ত পুলিশ কোনওক্রমে বিক্ষোভকারীদের অনুষ্ঠান স্থলের বাইরে নিয়ে যায়।
এরপর মঞ্চে উঠে কানহাইয়া রাজ্যের যোগী সরকার ও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন। তিনি বলেন, ‘যদি আমি অপরাধী হই, তাহলে আমাকে সাজা দিন। নাহলে বিক্ষোভকারীদের বাইরে বের করুন’।
কানহাইয়া বলেন, বুলেটের মুখোমুখি হতে তৈরি। কিন্তু দেশকে ভুল পথে নিয়ে যাওয়ার বিরোধিতা থেকে তিনি পিছু হঠবেন না।
লখনউয়ে বিক্ষোভের মুখে কানহাইয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2017 09:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -