চন্ডীগড়: কাশ্মীর উপত্যকায় কার্ফু পরিস্থিতি থাকায় ঘরে ফিরতে না পারা কাশ্মীরি পড়ুয়াদের সোমবার পঞ্জাব ভবনে ইদের ভোজ করালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। কেন্দ্রের মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা রদ করার পর থেকে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি থমথমে। গত কয়েকদিন ধরে সেখানে যাতায়াতে বিধিনিষেধ বহাল রয়েছে। সেনা, পুলিশে ছয়লাপ গোটা উপত্যকা। ইন্টারনেট, মোবাইল, ল্যান্ডলাইন ফোন পরিষেবাও মোটের ওপর বন্ধ। পঞ্জাবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠরত কাশ্মীরি ছাত্রদের ইদের দিন নিজেদের বাড়ি থেকে অনেক দূরেই কাটাতে হয়েছে। এই অবস্থায় তাদের পঞ্জাব ভবনে মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ জানান অমরিন্দর। প্রায় ১২৫ কাশ্মীরি পড়ুয়া যায়। সেখানে থাকতে পেরে তাদের খুব ভাল লেগেছে বলে জানিয়েছে কাশ্মীরি পড়ুয়ারা। পঞ্জাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে বলে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তোমাদের পরিবারের বিকল্প হতে পারব না। তবে আশা করি তোমরা আমাদের নিজেদের পরিবারেরই বলে মনে করবে।
ব্যস্ত রাজনৈতিক, প্রশাসনিক কর্মসূচির কারণ দীর্ঘকাল তিনি কাশ্মীর যেতে পারেননি বলে জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তাদের বলেন, উপত্যকা তাঁর কাছে দ্বিতীয় ঘর। তাদের সঙ্গে ইদের খুশি ভাগ করে নেওয়াই তাঁর উদ্দেশ্য বলে জানান অমরিন্দর। তিনি নিশ্চিত যে, কাশ্মীরে তাদের বাড়ির লোকজনও নিরাপদে আছেন, শীঘ্রই তারা তাদের সঙ্গে দেখা করতে পারবে বলেও ওই পড়ুয়াদের জানান তিনি।
মুখ্যমন্ত্রীর আতিথ্যে আপ্লুত পড়ুয়ারাও বলে, তারাও পঞ্জাবকে দ্বিতীয় বাড়ি বলে ভাবে, সেখানে সবসময়, এমনকী পুলওয়ামা সন্ত্রাসের পরও তারা নিজেদের নিরাপদ মনে করে। একজন বলে, আমরা দেখেছি, পঞ্জাবীরা বড় মনের মানুষ হয়। আরেকজন বলে, এখানে এসে পরিবারের কথাই মনে পড়ছে।
কার্ফু পরিস্থিতিতে উপত্যকায় ফিরতে না পারা পঞ্জাবের ১২৫ কাশ্মীরি পড়ুয়াকে ইদে মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ অমরিন্দরের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2019 06:01 PM (IST)
ব্যস্ত রাজনৈতিক, প্রশাসনিক কর্মসূচির কারণ দীর্ঘকাল তিনি কাশ্মীর যেতে পারেননি বলে জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তাদের বলেন, উপত্যকা তাঁর কাছে দ্বিতীয় ঘর। তাদের সঙ্গে ইদের খুশি ভাগ করে নেওয়াই তাঁর উদ্দেশ্য বলে জানান অমরিন্দর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -