পুলিশ জানিয়েছে, পোশপাথরি এলাকায় ওই প্রৌঢ়র কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
এর আগে ২৯ তারিখ ব্রারিমার্গ এলাকায় ওপর থেকে পাথর গড়িয়ে পড়ায় মারা যান জম্মুর এক বাসিন্দা। তার আগের ঠিক একই জায়গায় আইটিবিপির এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে।
আজ সকাল ৯টা পর্যন্ত ১৫,০০০-এর বেশি দর্শনার্থী অমরনাথ গুহা পরিদর্শন করেছেন। পহেলগাঁও ও বালতাল- দুই পথেই নির্ঝঞ্ঝাটে যাত্রা চলছে।
৪০ দিনের এই যাত্রা শেষ হবে ৭ অগাস্ট।