নয়াদিল্লি:  জম্মু ও কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রার জন্য এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করল প্রশাসন। তীর্থযাত্রীদের জন্য বারকোড দেওয়া প্রশাসনের ইস্যু করা স্লিপের ব্যাবস্থা করা হল। এতে ঠিক কতজন গুহা থেকে অমরনাথ যাত্রা করেছেন তার সঠিক হিসাব রাখা সম্ভব হবে।


সিআরপিএফ জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন জঙ্গিদের থেকে তীর্থযাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করেন। যে গাড়িগুলি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় সেগুলিতে আরএফআইডি বা ‘রেডিও ফ্রিকোয়েন্সি চিপ’ লাগানোর কথা বলা হয়েছে।

১ জুলাই থেকে যে শুরু হবে ৪৬ দিন ব্যাপী অমরনাথ যাত্রা। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের ৪০,০০০ নিরাপত্তারক্ষীকে সুরক্ষার জন্য নিয়োগ করেছে প্রসাশন। এদের মধ্যে ৩২,০০০ পুলিশকর্মী দক্ষিণ হিমালয়ের অমরনাথ শৃঙ্গের ৩,৮৮০ মিটার উচ্চতার গুহা গুলিতে যাত্রীদের সুরক্ষার জন্য নিযুক্ত থাকবেন। ১৫ অগাস্ট রাখি বন্ধন উৎসব পালনের মধ্যে দিয়ে শেষ হবে যাত্রা।

সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জানান, তীর্থযাত্রীদের বারকোড দেওয়া প্রশাসনের ইস্যু করা স্লিপ দিয়ে একটি পাইলট প্রোজেক্ট করা হচ্ছে। আশা করা যায় এতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে। স্লিপগুলিতে থাকবে প্রত্যের তীর্থযাত্রীদের ছবি-সহ তাঁদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। যাত্রাপথে বার বার পরীক্ষা করা হবে স্লিপ। প্রয়োজনে স্লিপে থাকা তথ্য জানা যাবে এক ক্লিকেই।

এই প্রথমবার যাত্রা শুরু করার স্থান অবধি যাত্রীদের পৌঁছে দেয় যে গাড়ি তাতে লাগানো থাকবে ‘রেডিও ফ্রিকোয়েন্সি চিপ’। ১৪ই ফেব্রুয়ারী পুলওয়ামায় যে আত্মঘাতী জঙ্গি হামলা হয় তারপরেই নিরাপত্তা ব্যাবস্থা আঁটোসাঁটো করার চেষ্টা করছে সরকার। লোকসভা ভোটের পরেও কাশ্মীরে মোতায়েন রয়েছে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে পাঠানো হতে পারে আরও বাহিনী। ২০১৭ সালে তীর্থযাত্রীদের বাসের ওপর হামলার ঘটনা ঘটেছিল। হামলায় প্রাণ হারিয়েছিলেন ৮ তীর্থযাত্রী।