নয়াদিল্লি: স্যামসাং সংস্থার কর্ণধার লি-দের টপকে এশিয়ার ধনীতম পরিবারের তকমা ছিনিয়ে নিলেন মুকেশ অম্বানীরা। একটি আন্তর্জাতিক পত্রিকার বিচারে অম্বানী পরিবারের মোট অর্থের পরিমাণ ১৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৪৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা লি পরিবারের মোট অর্থ ১১.২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৪০.৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে তাঁরা অম্বানীদের টপকাতে পারেননি। অম্বানীদের আর্খিক বৃদ্ধির হার অনেক বেশি।
ওই আন্তর্জাতিক পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ার সবচেয়ে ধনী ১০টি পরিবারের তালিকায় অম্বানীরাই একমাত্র ভারতীয়। এ বছর ভারতের অন্য কোনও পরিবারের আর্থিক বৃদ্ধি তাঁদের মতো হয়নি। তবে এশিয়ার সবচেয়ে ধনী পরিবারগুলির তালিকায় ১৮টি ভারতীয় পরিবার আছে।
এশিয়ার ধনীতম পরিবারের তকমা মুকেশ অম্বানীদের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2017 05:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -