আম্বেডকরের মৃত্যুদিন সরকারি ছুটির তালিকা থেকে তুলে নিল যোগী সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2017 01:26 PM (IST)
নয়াদিল্লি: সরকারি ছুটির তালিকা থেকে সংবিধান প্রণেতা বি আর আম্বেডকরের মৃত্যুদিন প্রত্যাহার করে নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। গতকাল, ৬ ডিসেম্বর ছিল আম্বেডকরের মৃত্যুদিন।
অখিলেশ যাদবের নেতৃত্বে পূর্বতন সমাজবাদী পার্টি সরকার ২০১৫ সালে অম্বেডকরের মৃত্যুদিনে ছুটি ঘোষণা করে। কিন্তু সেই নির্দেশ প্রত্যাহার করে যোগী সরকার সব রাজ্য সরকারি দফতরকে জানিয়ে দিয়েছে, ও দিন ছুটি দেওয়া হচ্ছে না।
এ বছর ১৪ এপ্রিল আম্বেডকরের জন্মদিবসেই যোগী এ ব্যাপারে ইঙ্গিত দেন। বাবাসাহেবের স্মৃতিকে সম্মান জানিয়ে তিনি বলেন, মনীষীদের জন্মদিন, মৃত্যুদিনে ছুটি দেওয়ার বদলে স্কুলগুলি ওই দিন খোলা থাকা উচিত, ছাত্রদের জানানো হোক ওই সব মনীষীদের কথা।
এ বছরের শুরুতে উত্তরপ্রদেশে ভোটে জিতেই ১৫টি সরকারি ছুটি বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দিয়ে দেয় বিজেপি। বলে, কোনও মনীষীর জন্ম বা মৃত্যুদিনে ছুটি দেওয়া হবে না, আরও কয়েকটি দিন বাদ যায় এই তালিকা থেকে।
প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর ও চরণ সিংহের জন্মদিন এই তালিকা থেকে বাদ পড়েছে, বাদ পড়েছে বিহারের মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের জন্মদিন । পরশুরাম জয়ন্তী, মহারানা প্রতাপ জয়ন্তী, মহারাজা অগ্রসেন জয়ন্তী, মহারাজা বাল্মিকী জয়ন্তী, বিশ্বকর্মাপুজো, ছট পুজো, মইনুদ্দিন চিস্তির উরস ও রমজানের শেষ শুক্রবার জামাত উল আলবিদা বাদ পড়েছে তালিকা থেকে।
আদিত্যনাথের বক্তব্য, ছুটির ভারে ভারাক্রান্ত রাজ্যের স্কুলগুলিতে পড়ার দিনের থেকে ছুটির দিনের সংখ্যা বেশি। আগে বছরে ২২০ দিন স্কুল খোলা থাকত, এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১২০ দিনে। পঠনপাঠনে গুরুত্ব বাড়াতেই তাঁর এই ছুটি কাটছাঁটের সিদ্ধান্ত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -