এদেশে অফিস খুলছে মার্কিন কোম্পানি, এবার ভারতও সশস্ত্র ড্রোন কিনছে?
Web Desk, ABP Ananda | 13 Jul 2016 12:00 PM (IST)
ওয়াশিংটন: চলতি বছরের মধ্যেই নয়াদিল্লিতে অফিস খোলার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ড্রোন প্রস্তুতকারী সংস্থা জেনারেল অ্যাটমিকস এরোনটিক্যাল সিস্টেমস। এই সংস্থার সিইও লিন্ডেন ব্লু বলেছেন, তাঁরা মার্কিন সরকারের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছেন। ভারতীয় নৌবাহিনীকে সমুদ্রসীমার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য লক্ষ্যে স্থির এবং কার্যকারিতা প্রমাণিত হওয়া যন্ত্র সরবরাহ করতে চান। মার্কিন সংস্থাটি ভারতে দফতর খোলার সিদ্ধান্ত নেওয়ায় এই জল্পনাই জোরদার হচ্ছে যে, অচিরেই ভারতও যাতে ড্রোন হাতে পায় সেই প্রক্রিয়া জোরদার হতে পারে। উপকূলের নিরাপত্তা এবং সমুদ্রসীমার বিষয়ে সচেতনতা বাড়ানোই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং নৌবাহিনীর লক্ষ্যে। সেই কাজে এবার অত্যাধুনিক অস্ত্র এবং যন্ত্র দিয়ে সাহায্য করতে চাইছে মার্কিন সংস্থা। সেই কারণেই ভারতে অফিস খোলার পরিকল্পনা করেছেন ব্লু। তাঁদের বক্তব্য, স্থানীয় অফিসের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হবে। ভারত সম্প্রতি মিসাইল টেকনলজি কন্ট্রোল রেজিম-এর সদস্য হয়েছে। এরপরেই ২২টি গার্ডিয়ান প্রিডেটর এয়ারক্রাফট চেয়ে মার্কিন সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইজরায়েল, ব্রিটেন, নাইজেরিয়া এবং পাকিস্তান যুদ্ধে সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। এবার ভারতও এই ড্রোন পেতে চলেছে।