মুম্বই: নোট বাতিলের পর যখন টাকা সংগ্রহের জন্য সারাদেশেই লোকজন ব্যাঙ্ক ও এটিএমগুলিতে ভিড় করছে তখন মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক ছেলের জন্মদিনে উপহার দিলেন মার্সিডিজ গাড়ি। ট্যুইটারে গাড়ি ও ছেলের ছবি পোস্ট করেছেন ঘাটকোপারের বিধায়ক রাম কদম। তাঁর ট্যুইট- শুভ জন্মদিন আমার প্রিয় পুত্র ওউম আর কদম!!!এটা ওর জন্য আমার উপহার।
উল্লেখ্য, এই রাম কদম আগে রাজ ঠাকরের দলে ছিলেন। পরে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হয়েছেন। তাঁর ওই ট্যুইটের পরই মাইক্রোব্লগিং সাইটে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই, কদমের আয়ের উত্স জানতে চেয়েছেন। আবার অনেকেরই বক্তব্য, বিজেপি বিধায়কের ছেলে তো নাবালক মনে হচ্ছে। সে গাড়ি চালাবে কী করে?