লখনউ: চলতি করোনা অতিমারীর আবহে ভিনরাজ্য থেকে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে খাবারের প্যাকেট ও মাস্ক বিলি করলেন ক্রিকেটার মহম্মদ শামি। পাশাপাশি, উত্তরপ্রদেশের সাহসপুরে নিজের বাড়ির কাছেই একটি খাদ্য বিতরণী কেন্দ্র খুলেছেন এই ফাস্ট বোলার।


সম্প্রতি, ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট বোর্ড। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কেন্দ্র থেকে বাসে করে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ত্রাণসামগ্রী বিলি করছেন শামি।





বিসিসিআই লিখেছে, ভারত করোনার মোকাবিলা করছে। তাতে মহম্মদ শামি উদ্যোগী হয়ে এগিয়ে এসেছেন। উত্তরপ্রদেশের ২৪ নম্বর জাতীয় সড়কের ওপর খাদ্য বিতরণ কেন্দ্র খুলেছেন। সেখানে থেকে মানুষকে খাবারের প্যাকেট ও মাস্ক বিলি করছেন তিনি। নিজের বাড়ির কাছেও তিনি একটি খাদ্য বিতরণ কেন্দ্র খুলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, আমরা সকলে একসঙ্গে আছি।


করোনা লকডাউনের ফলে দেশে পরিযায়ী শ্রমিকদের যাতায়াতে ব্যাপক প্রভাব ফেলেছে। তীব্র গরম ও ক্ষুধাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। নোভেল কোরোনাভাইরাস এ পর্যন্ত দেশের প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং  প্রায় ২ লক্ষ মানুষকে সংক্রামিত করেছে। প্রসঙ্গত, বিসিসিআই সহ ভারতীয় ক্রিকেট দলের একাধিক প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় 'পিএম কেয়ার্স' তহবিলে দান করেছেন।