নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নাইট কার্ফু ফিরল গুজরাত ও মধ্যপ্রদেশের বেশ কিছু শহরে। হিমাচলপ্রদেশের থোরাংয়ে একজন বাদে সংক্রমিত গোটা গ্রাম। লাহুল স্পিতিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লিতে মাস্ক না পরলেই ২ হাজার টাকা জরিমানা।
করোনার থাবায় বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। ভ্যাকসিন এখনও আসেনি। তার মধ্যেই প্রথম ঝড় সামলে ওঠার আগেই ইউরোপ, আমেরিকায় শুরু হয়েছে কোভিড নাইন্টিনের সেকেন্ড ওয়েভ। ভারতেও মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার পার! লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যা।
এই পরিস্থিতিতে গুজরাত, মধ্যপ্রদেশে আবারও ফিরে এল কার্ফু। আমদাবাদে শুক্রবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি করা হয়েছে সম্পূর্ণ কার্ফু। রাজকোট, সুরাট, ভদোদরায় শনিবার থেকে শুরু হচ্ছে নাইট কার্ফু। অর্থাৎ রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মধ্যপ্রদেশ সরকারও পদক্ষেপ করছে। শনিবার থেকে নাইট কার্ফু শুরু হচ্ছে সে রাজ্যেরও বেশ কয়েকটি জায়গায়। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু হবে ভোপাল, গ্বয়ালিয়র, বিদিশা এবং রতলাম জেলায়।
পাহাড়ে ঘেরা হিমাচলের লাহুল লাহুল-স্পিতিতে করোনা আক্রান্ত একটা গোটা গ্রাম। শুধুমাত্র একজনই এখনও পর্যন্ত রোগের হাত থেকে রেহাই পেয়েছেন। এই পরিস্থিতিতে সেখানে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, হরিয়ানায় স্কুল খোলার পর এখনও পর্যন্ত ১৭২ জন পড়ুয়া এবং প্রায় তত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা সংক্রমিত হয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ১৫ দিনের জন্য সে রাজ্যে সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল। এদিনই আম্বালা হাসপাতালে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়ে কোভ্যাক্সিনের ডোজ নিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। রাজস্থানের স্বরাষ্ট্র দফতরও সেখানকার জেলা প্রশাসনকে ১৪৪ ধারা অনুযায়ী বেশকিছু বিধিনিষেধ জারির নির্দেশ দিয়েছে।
সংক্রমণ মোকাবিলায় দিল্লির লেফটেন্যান্ট জেনারেল মহামারী আইনে সংশোধনী এনেছেন। রাজধানীতে কেউ মাস্ক না পরলে ২ হাজার টাকা জরিমানা করা হবে। কোয়ারেন্টিন বিধি ভাঙলে, কিংবা সামাজিক দূরত্ব না মানলেও ২ হাজার টাকা করে জরিমানা করা হবে। পুণের ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড সম্ভবত ফেব্রুয়ারির মধ্যেই ভারতের বাজারে চলে আসবে। কিন্তু, কীভাবে হবে ভ্যাকসিনের বণ্টন? এ নিয়ে শুক্রবার বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে দিল্লি এবং হায়দরাবাদ বিমানবন্দরকে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Corona: ফের বাড়ছে সংক্রমণ! দিল্লিতে মাস্ক না পরলে মোটা জরিমানা, গুজরাত-মধ্যপ্রদেশের বেশ কিছু শহরে নাইট কার্ফু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Nov 2020 11:29 PM (IST)
করোনার থাবায় বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। ভ্যাকসিন এখনও আসেনি। তার মধ্যেই প্রথম ঝড় সামলে ওঠার আগেই ইউরোপ, আমেরিকায় শুরু হয়েছে কোভিড নাইন্টিনের সেকেন্ড ওয়েভ। ভারতেও মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার পার! লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -