মুম্বই: উত্তরপ্রদেশের সাড়ে ৮০০-র বেশি কৃষকের ঋণ মিটিয়ে দেবেন বলে জানালেন অমিতাভ বচ্চন। বিগ বি এর আগে মহারাষ্ট্রেরও সাড়ে তিনশোর বেশি চাষির ঋণের বোঝা লাঘব করেছেন বলে জানিয়েছেন।
৭৬ বছর বয়সি মেগাস্টার ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের যে সহনাগরিকরা আমাদের জন্য নিজেদের জীবন উত্সর্গ করেছেন, তাঁদের কিছু দিতে পারা সবচেয়ে পরিতৃপ্তির এক অভিজ্ঞতা। মহারাষ্ট্রের অসম সাহসী, শহিদ ৪৪টি পরিবারকে ১১২টি বিভাগে ভেঙে আমার তরফে সামান্য সাহায্য দেওয়া হয়েছে। দেশের অন্য অংশ থেকেও আরও কিছু করা দরকার, তা করাও হবে। কয়েকদিন আগে ৩৫০-এর বেশি কৃষকের দেনা মিটিয়ে দেওয়া হয়েছে, যা ওদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, যাতে তাদের আত্মহত্যা করা থেকে আটকানো যায়। এর আগে অন্ধ্র, বিদর্ভের চাষিদের ঋণও শোধ করা হয়েছে। এবার উত্তরপ্রদেশের সাড়ে ৮০০ –র ওপর চাষিকে শনাক্ত করা হয়েছে, ওদের ৫.৫ কোটি টাকার বেশি ঋণও মিটিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক এ ব্যাপারে সহযোগিতা করবে।
পাশাপাশি কেবিসি কর্মবীর শো-তে আসা অজিত সিংহকেও সাহায্য করবেন বলে জানিয়েছেন বিগ বি। লিখেছেন, কেবিসি কর্মবীরে আসা অজিত সিংহ, যিনি অল্পবয়সি মেয়েদের অপহরণ করে জোর করে দেহব্যবসায় নামানোর বিরুদ্ধে লড়ছেন, তাঁকেও সাহায্য পাঠানো হবে।