শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গি বসির লস্করি ও তার সহযোগী। লস্করি সমেত কয়েকজন জঙ্গি অনন্তনাগের ব্রেন্তি-বাটপোরা গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।

এলাকা ঘিরে তল্লাসি থেকে শুরু হয় এনকাউন্টার। বেশ কয়েক ঘন্টার সংঘর্ষের পর গুলিতে প্রাণ হারায় ওই দুজন। লস্করির সঙ্গীর নাম আজাদ দাদা। গত ১৬ জুন দক্ষিণ কাশ্মীরের আছাবলে এসএইচএ ফিরোজ আহমেদ দার ও ৫ পুলিশ জওয়ানের নৃশংস হত্যায় যুক্ত ছিল লস্করি, তার দলবল।

সূত্রের দাবি, প্রথমে জঙ্গিদের তরফ থেকে গোলাগুলি শুরু হয়। সঙ্গে সঙ্গে পাল্টা কড়া জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। এলাকা থেকে দীর্ঘক্ষণ গুলির চলার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় এক সূত্র। পুলিশ সূত্রে খবর, গুলির মাঝে পড়ে, তাহিরা নামের এক মহিলা প্রথমে আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। গুলি লেগে মারা যান ২১ বছরের শাদাব আহমেদ চোপান নামে আরেকজনও।
গুর
কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার সমস্ত স্কুল, কলেজ, দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এমনকি এলাকার মোবাইল পরিষেবাও সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্রে খবর, এলাকার স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযানে বাধা দিতে, জওয়ানদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। যেহেতু গোটা এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে, তাই প্রশাসনের আশঙ্কা অমরনাথ যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হবে। কারণ, এই পথ দিয়েই অমরনাথ যাত্রা করেন তীর্থযাত্রীরা।