হায়দরাবাদ: তীব্র গতিতে গাড়ি চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী পি নারায়ণের পুত্র নিশীথ (২৩)। ঘটনাস্থলেই নিশীথ ও তাঁর বন্ধু রাজা রবি বর্মার মৃত্যু হয়েছে। আজ ভোর তিনটে নাগাদ হায়দরাবাদের জুবিলি হিলস অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। তীব্র গতিতে গাড়ি নিয়ে একটি থামে ধাক্কা মারেন নিশীথ। ঘটনাস্থলেই দু জনের মৃত্যু হয়।

ডিসিপি (পশ্চিমাঞ্চল) এ বেঙ্কটেশ্বর রাও বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিশীথই গাড়ি চালাচ্ছিলেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। জুবিলি হিলস অঞ্চলে মেট্রোরেলের কাজ চলছে। সেখানেই প্রচণ্ড গতিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় টাল সামলাতে না পেরে মেট্রোরেলের জন্য তৈরি হওয়া সেতুর একটি থামে ধাক্কা মারে নিশীথের গাড়ি। এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।

অন্য একটি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, নিশীথ মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেটা এখও স্পষ্ট নয়। কয়েকদিন ধরে হওয়া বৃষ্টি এবং মেট্রোরেলের কাজের জন্য জুবিলি হিলস অঞ্চলের রাস্তার অবস্থা খুব খারাপ। ভাঙাচোরা রাস্তায় জল জমে রয়েছে। সেখানেই একটি গর্তে পড়ে যায় নিশীথের গাড়ির চাকা। গাড়ি ঘোরাতে গিয়ে তিনি থামে ধাক্কা মারেন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পি নারায়ণ লন্ডনে ছিলেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ফিরে আসছেন। আজ সন্ধ্যার মধ্যেই তাঁর দেশে ফেরার কথা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা।

সম্প্রতি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। সেই দুর্ঘটনায় নিহত হয়েছেন মডেল সনিকা সিংহ চৌহান। সম্প্রতি গাড়ি দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্যর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু বাইক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন। কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের। এভাবেই পথ দুর্ঘটনার মর্মান্তিক পরিণতি হচ্ছে।