প্রসঙ্গত, কিছুদিন আগে গরীব মানুষের সাহায্যে প্রয়োজনীয় ১০ কোটি টাকা সংগ্রহের জন্য মুম্বইয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। জানা গিয়েছে, জুহুতে অবস্থিত নিজের ছয়টি ফ্ল্যাট এবং দুটো দোকান বন্ধক রেখেছেন সোনু সুদ।এই সবই তিনি করছেন জনসেবার জন্য। কিন্তু দেবতার স্থানে তাঁকে বসাতে না করেছেন সোনু।
‘সোনু-ঠাকুরের’ মন্দির তেলেঙ্গানায়, যোগ্য নন, প্রতিক্রিয়া অভিনেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2020 09:22 PM (IST)
গিরি কোন্ডাল রেড্ডি নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মহামারী পরিস্থিতিতে বহু মানুষকে সাহায্য করেছেন সোনু সুদ। তাঁরা যে এই অভিনেতার নামে একটি মন্দির তৈরি করতে পেরেছেন, এটা তাঁদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। সোনু নিজে অবশ্য অন্য রকম কথাই বলেছেন। তিনি জানিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত তাঁর কাছে ঠিকই।
হায়দরাবাদ: লকডাউন এবং আনলক পর্বে বলিউড অভিনেতা সোনু সুদকে যে রকম ব্যক্তি উদ্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তা এক কথায় অতুলনীয়। গত সেপ্টেম্বরেই তাঁর কাজকে স্বীকৃতি দিয়ে পুরস্কার ঘোষণা করেছে রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসডিজি(সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল) স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন সোনু সুদ।কিন্তু সেখানেই শেষ হয়। এ বার একেবারে অন্য রকম সম্মান জ্ঞাপন। সোনুকে সম্মান জানাতে তাঁকে দেবতর স্থানে বসিয়ে একটা মন্দির গড়ে ফেলল তেলেঙ্গানার মানুষ। কেরলের সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয়রা এই মন্দিরের উদ্বোধনও করে ফেলেছেন সম্প্রতি। গিরি কোন্ডাল রেড্ডি নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মহামারী পরিস্থিতিতে বহু মানুষকে সাহায্য করেছেন সোনু সুদ। তাঁরা যে এই অভিনেতার নামে একটি মন্দির তৈরি করতে পেরেছেন, এটা তাঁদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। সোনু নিজে অবশ্য অন্য রকম কথাই বলেছেন। তিনি জানিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত তাঁর কাছে ঠিকই। কিন্তু তিনি এটার প্রাপ্য নয়, তিনি এর যোগ্য নন বলে তিনি মনে করেন। অভিনেতা বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।এটা তিনি নিজের কর্তব্যবোধ থেকে করেছেন, নিজেকে দেবতার স্থানে দেখার জন্য নয়।
প্রসঙ্গত, কিছুদিন আগে গরীব মানুষের সাহায্যে প্রয়োজনীয় ১০ কোটি টাকা সংগ্রহের জন্য মুম্বইয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। জানা গিয়েছে, জুহুতে অবস্থিত নিজের ছয়টি ফ্ল্যাট এবং দুটো দোকান বন্ধক রেখেছেন সোনু সুদ।এই সবই তিনি করছেন জনসেবার জন্য। কিন্তু দেবতার স্থানে তাঁকে বসাতে না করেছেন সোনু।
প্রসঙ্গত, কিছুদিন আগে গরীব মানুষের সাহায্যে প্রয়োজনীয় ১০ কোটি টাকা সংগ্রহের জন্য মুম্বইয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। জানা গিয়েছে, জুহুতে অবস্থিত নিজের ছয়টি ফ্ল্যাট এবং দুটো দোকান বন্ধক রেখেছেন সোনু সুদ।এই সবই তিনি করছেন জনসেবার জন্য। কিন্তু দেবতার স্থানে তাঁকে বসাতে না করেছেন সোনু।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -