জম্মু: বুদ্ধিজীবীদের ভারত-বিরোধী মনোবৃত্তি কাশ্মীরে সন্ত্রাসবাদকেই আরও ইন্ধন জোগাচ্ছে। এরকম মানসিকতার কোনও জায়গাই নেই। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের।

সোমবার উধমপুরে ডিগ্রি কলেজের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন জিতেন্দ্র সিংহ। সেখানেই তিনি বুদ্ধিজীবীদের নিশানা করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বুদ্ধিজীবীদের ভারত-বিরোধী মনোবৃত্তি সন্ত্রাসবাদের পালেই হাওয়া দিচ্ছে। দেশবিরোধী মানসিকতার কোনও জায়গাই নেই।“

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বুদ্ধিজীবীদের কটাক্ষ করতে ছাড়েননি তিনি। ব্যর্থ বুদ্ধিজীবীরা অবসর সময়ে দেশবিরোধী মনোবৃত্তি জাহির করার পাশাপাশি কাশ্মীর নিয়ে চর্চা করতে ভালবাসেন বলে বিদ্রুপ করেন জিতেন্দ্র। সেই সঙ্গে তিনি বলেন, “দেশের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করতে পারে, এরকম মনোবৃত্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে একেবারেই মাথাচাড়া দিতে দেওয়া হয় না।“

উধমপুরের ডিগ্রি কলেজের অনুষ্ঠানে জিতেন্দ্র বলেন, “মধ্যমেধার বুদ্ধিজীবীরা, যারা মূল স্রোতে লেখালিখি করে পরিচিতি তৈরি করতে পারেননি, তারাই নিজেদের চেনানোর জন্য বিভিন্ন জায়গায় দেশবিরোধী বক্তৃতা দিয়ে বেড়ান অথবা কাশ্মীর নিয়ে বই লিখে রাতারাতি খ্যাতি পেতে চান।“

আক্রমণের সুরে জিতেন্দ্র বলেন, “পুলওয়ামা জঙ্গি হামলার পর এই প্রজন্মের বুদ্ধিজীবীরা যে সমস্ত বিবৃতি দিচ্ছেন, তা অন্তঃসারশূন্য। হুরিয়ত, বিচ্ছিন্নতাবাদী বা পাকিস্তানের নাম উল্লেখ করা হচ্ছে না  কোথাও। এমনকী, সন্ত্রাসবাদীকে সন্ত্রাসবাদী বলতেও অনেকের আপত্তি।“ অনুষ্ঠানে হাজির শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি বলেন, বিশ্বাস ও সাহস একত্রিত করে এগলেই দায়িত্ববোধ ও সঠিক চেতনার জন্ম হয়। এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আত্মসমীক্ষাও ভীষণ জরুরি বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।