মুম্বই: কাশ্মীরে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে টুইটারে একটি ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা অনুপম খের। ওই ছবিতে নব্বইয়ের দশকে উপত্যকায় মুসলিম কট্টরপন্থীদের হাতে নির্মমভাবে খুন হওযা কাশ্মীরী পণ্ডিতদের ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, জঙ্গিদের হাতে খুন হওয়া পণ্ডিতদের দেহের ছবি। সিউডো লিবারেলদের এখন কোনও উদ্বেগ নেই!

মহিলা ও শিশুদের মৃতদেহের ছবি প্রকাশ্যে আসায় টুইটারে তীব্র প্রতিক্রিয়া হয়। অনেকে অভিযোগ করেন, এই হিংসা যে নব্বইয়ের দশকের, তা টুইটারে উল্লেখ করেননি অনুপম। কেউ কেউ আবার আশঙ্কাপ্রকাশ করেন, এই ছবি উপত্যকায় নতুন করে হিংসা ডেকে আনতে পারে। অনেকে আবার জবাব হিসেবে ২০০২-এর গুজরাট দাঙ্গার ছবিও পোস্ট করেন।


তবে বেশিরভাগ টুইটার জনতাই অনুপমের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রশ্ন, ছবি ২৬ বছরের পুরনো হলেই কি জীবনের মূল্য কমে যায়?


বর্ষীয়ান অভিনেতা অবশ্য নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি। তাঁর পরিষ্কার কথা, নিরপরাধের নৃশংস হত্যার কোনও এক্সপায়ারি ডেট হয় না, হওয়া সম্ভবও নয়।