দিন কয়েক আগেই জানা গিয়েছে, বিরাটের ভিডিওতে থাকা ওই ব্যক্তি হলেন আরহান সিংহ। তিনি শৈশবে বেশ কিছু ছবিতে শাহরুখ খানের সঙ্গেও অভিনয় করেছেন।
ভিডিওটি বিরাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রায় লক্ষাধিক লোক সেটি দেখে ফেলেন। এরপরই মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে ভিডিওটিকে কেন্দ্র করে।
অনেকেই অনুষ্কাকে ভিডিওতে অহেতুক রূঢ় বলেও আক্রমণ করেছেন। আবার অনেকে বিরুষ্কার স্বপক্ষেও মুখ খুলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজুও। তাঁর মতে, রাস্তাঘাট পরিস্কার, পরিচ্ছন্ন রাখাটা প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে অনেকই কোহলি দম্পতির সমালোচনা করেন এই বলেও যে শিক্ষা দেওয়ার জন্যে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করার কোনও প্রয়োজন ছিল না।