নাগপুর: আরএসএসের আঁতুড়ঘরে জাতীয়তাবাদের পাঠ দিলেন প্রণব মুখোপাধ্যায়। বহুত্ববাদ, সহিষ্ণুতার কথা স্মরণ করালেন তিনি। বললেন, ধর্ম ও অসহিষ্ণুতা দিয়ে ভারতকে ব্যাখ্যা করার প্রচেষ্টা হলে, আখেরে দেশের অস্তিত্বই সঙ্কটে পড়ে যাবে।


এক ঝলকে দেখে নেওয়া যাক ঠিক কী বললেন প্রাক্তন রাষ্ট্রপতি--



    • ‘রাষ্ট্র-জাতীয়তাবাদ নিয়ে আমার ভাবনা প্রকাশ করতে এসেছি’

    • ‘এসেছি দেশপ্রেম নিয়ে নিজের ভাবনা প্রকাশ করতে’

    • ‘সহিষ্ণুতা-জাতীয়তাবাদ নিয়েই ভারতবর্ষ’








    • ‘সহিষ্ণুতা-বহুত্ববাদ-বিবিধতাই আমাদের শক্তি’

    • ‘১৮০০ বছর ধরে ভারত ছিল বিশ্বের কাছে শিক্ষাকেন্দ্র’

    • ‘এই সময়ে চাণক্য লিখেছিলেন অর্থশাস্ত্র’

    • ‘ভারতে রাম শান্তির কথা বলে’








    • ‘সহাবস্থানই ভারতের বৈশিষ্ট্য’

    • ‘ভারতের সভ্যতা পাঁচ হাজার বছর ধরে ধারাবাহিক’

    • ‘ভারতে জাতীয়তাবাদ ভাষা-ধর্ম-জাতিতে বিভক্ত নয়’

    • ‘সবাইকে সঙ্গে নিয়েই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে’

    • ‘সাংবিধানিক দেশপ্রেমই জাতীয়তাবাদ’

    • ‘বহুত্ববাদ ও সহিষ্ণুতাই ভারতের আত্মা’






  • ‘এক ধর্ম, এক ভাষা ভারতের ভিত্তি নয়’

  • ‘বিভেদ ঘোচাতে আলোচনাই একমাত্র পথ’

  • ‘আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি’

  • ‘দেশ থেকে হিংসা-ঘৃণা দূর করতে হবে’

  • ‘হিংসা-ক্রোধ ক্রমশ বাড়ছে, তার থেকে সরে আসা উচিত’


এর আগে, বক্তব্য রাখেন সংঘ প্রধান মোহন ভাগবত। তিনি বলেন--



    • ‘আমন্ত্রণ গ্রহণের জন্য প্রণবকে ধন্যবাদ’

    • ‘প্রণব আগেও প্রণব ছিলেন, পরেও থাকবেন’

    • ‘আরএসএস-এর অনুষ্ঠানে এসেছেন বলে উনি বদলাবেন না’

    • ‘প্রণবের আসা নিয়ে বিতর্ক ঠিক নয়’

    • ‘আমাদের কাছে কেউ ব্রাত্য নন’

    • ‘সমগ্র সমাজকে নিয়ে চলতে চায় সঙ্ঘ’






  • ‘শুধু হিন্দু নয়, সমগ্র সমাজকে সংগঠিত করতে চায় সঙ্ঘ’

  • ‘মতভেদ থাকবে নিজের জায়গায়, মত বিনিময় চলবে’

  • ‘আরএসএসের প্রতিষ্ঠাতাও যুক্ত ছিলেন কংগ্রেসের আন্দোলনে’

  • ‘স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে জেল খেটেছিলেন’

  • ‘ভারতীয় সমাজে কেউ শত্রু নয়, সবার পূর্বপুরুষ এক’

  • ‘বৈচিত্রের মধ্যে ঐক্যে ভারতের পরিচয়’

  • ‘আরএসএস গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী’

  • ‘ভারতে জন্মানো যে কেউ ভারত সন্তান’