নয়াদিল্লি: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালামের আজ পঞ্চম প্রয়াণ দিবস। তিনি মারা যান ২০১৫ সালের ২৭ জুলাই। ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্ষেপণাস্ত্র উদ্ভাবনে তাঁর অতুলনীয় অবদানের জন্য তাঁকে ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ বলা হয়। ১৯৯৮ সালে পোখরানে পরমাণু বিস্ফোরণ পরীক্ষা তাঁকে ছাড়া সম্ভবই ছিল না। শিক্ষক হিসেবেও তিনি অতুলনীয় ছিলেন। বহু খ্যাতনামা বিজ্ঞানী একদা তাঁরই কাছে পড়াশোনা করেছেন। পড়ানোর ব্যাপারে, জ্ঞানচর্চা নিয়ে তিনি এতোটাই আবেগতাড়িত ছিলেন যে পাঁচ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পরেও তিনি আবার পড়ানোর কাজেই ফিরে যান। পাশাপাশি চলে লোকসেবা এবং লেখালিখির কাজ। বহু বড় বড় সম্মান তিনি লাভ করেছেন, যার মধ্যে অন্যতম ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, যা তিনি লাভ করেন ১৯৯৭ সালে।কালামের বহু উক্তির মধ্যে জীবনে উৎসাহ পাওয়ার, সফল হওয়ার মন্ত্র খুঁজে পেয়েছেন দেশ-বিদেশের বহু মানুষ। তাঁর ৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গিয়েছেন অসংখ্য মূল্যবান বাণী। তারই কিছু এখানে ফিরে দেখা হল।
১. শুধু সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু সাফল্যের গল্পটাই পাবে। যদি ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায়ও জানতে পারবে।
২. স্বপ্ন পূরণ যতক্ষণ না হচ্ছে স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতেই দেয় না।
৩. একটি ভালো বই ১০০ জন ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি আস্ত লাইব্রেরির সমান।
৪. উদার মানুষ যাঁরা, তাঁরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
৫. মানুষ তার ভবিষ্যৎ হয়তো পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস তো পরিবর্তন করতে পারে। আর অভ্যাসই মানুষের ভবিষ্যতকে পরিবর্তন করে দিতে পারে।
৬. তুমি যদি সূর্যের মতো করে আলো ছড়িয়ে দিতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে তো শেখো।
৭. প্রকৃত নেতা কখনও সমস্যায় ভয় পান না। তিনি বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। আর তাঁকে কাজ করে যেতে হবে সততার সঙ্গে।
৮. ছাত্রাবস্থায় আমি বিমান চালক হতে চেয়েছিলাম। সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, বনে গিয়েছি এক রকেট বিজ্ঞানী।
৯. একটি জাতির সবচেয়ে ভালো মেধা কিন্তু শ্রেণিকক্ষের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে।
১০. কোনও কঠিন কাজে আনন্দ খুবই বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিনই হওয়া উচিত।
১১. মন থেকে যারা কাজ করে না, তারা আসলে তেমন কিছুই পায় না। আর যদি পায়ও তা হয় অর্ধেক হৃদয়ের সাফল্য। তাতে সব সময়ই তিক্ততা থেকে যায়।
১২. তুমি যদি তোমার নিজের কাজকে কুর্নিশ করো, দেখবে তোমার আর কাউকে কুর্নিশ করতে হবে না। কিন্তু তুমি যদি নিজের কাজকেই অমর্যাদা কর, অসম্মান করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে কুর্নিশ করতে হবে।
১৩. উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই।
১৪. ইংরেজি শব্দ ‘Fail’ এর অর্থ ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। তাই ফেল করে হতাশ হয়ো না। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা বাতলে দেবে।
১৫. ইংরেজি শব্দ ‘END’ -এর অর্থ ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’। তাই সমাপ্তি মানেই শেষ নয়।
১৬. কোনও খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে কোনও ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।
১৭. যদি কোনও প্রশ্নের উত্তর খুঁজে না পাও তবে চিন্তা করো না। ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’।
১৮. সময় আর জীবন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন সময়কে ভালোভাবে ব্যবহার করতে শেখায় আর সময় শেখায় জীবনের দাম দিতে।
১৯. কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।
২০. প্রথমবার কোনও সাফল্য আসার পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে স্রেফ ভাগ্যের জোরে সফল হয়েছিলে।
২১. সমস্যারও প্রয়োজন আছে জীবনে। সমস্যা আছে বলেই তো সাফল্যে এতো আনন্দ।
২২. আমরা শুধু সাফল্যের উপরেই গড়ে উঠি না, ব্যর্থতার উপরেও গড়ি।
২৩. সেই ভালো ছাত্র যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। ছাত্রদের প্রশ্ন করার সুযোগ দিতেই হবে।
২৪. বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল বিরাট ডানা মেলে মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।
২৫. সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই।
২৬. সকালে উঠে প্রতিদিন নিজেকে এই পাঁচটা কথা বলো: আমিই সেরা। আমিই করতে পারি।সর্বক্ষণ আমারই সঙ্গে আছেন সৃষ্টিকর্তা। আমিই জয়ী। আজ দিনটা আমারই।
২৭. কেবল তিনজনই পারেন একটি দেশ বা একটি জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা এবং শিক্ষক।
২৮. স্বপ্ন দেখে যেতেই হবে। স্বপ্ন না দেখলে যে কাজও করা যায় না।
২৯. হৃদয় দিয়ে যে কাজ করে না, সে কেবল শূন্যতা ছাড়া আর কিছুই অর্জন করতেও পারে না।
৩০. নয়া প্রজন্মের প্রতি আমার বার্তা- অন্যরকম ভাবে চিন্তা করবার সাহস থাকতেই হবে। নিজের সমস্যা নিজেকেই মেটানোর মন থাকতে হবে। আর থাকতে হবে মনের ভিতর আবিষ্কার করার একটা তীব্র তাড়না।
পঞ্চম প্রয়াণ দিবসে ফিরে দেখা এপিজে আব্দুল কালামের মূল্যবান কিছু উক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2020 04:47 PM (IST)
কালামের বহু উক্তির মধ্যে জীবনে উৎসাহ পাওয়ার, সফল হওয়ার মন্ত্র খুঁজে পেয়েছেন দেশ-বিদেশের বহু মানুষ। তাঁর ৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গিয়েছেন অসংখ্য মূল্যবান বাণী। তারই কিছু এখানে ফিরে দেখা হল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -