শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি দমন অভিযান চলাকালে ইট-পাথর ছুঁড়ে স্থানীয় জনতার বাধাদানের মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় গড়ে তুলে ব্যবস্থা নেওয়ার কথা বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, দুই সন্ত্রাস দমন বাহিনী কিলো ফোর্স ও ভিক্টর ফোর্সের সদর কার্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত রিভিউ মিটিংয়ে সেনাবাহিনীর স্থানীয় সেনা অফিসারদের সঙ্গে রাওয়াত আলোচনা করেছেন, কী করে পাথর ছোঁড়া মারমুখী জনতার সফল মোকাবিলা করা যায়। সেখানেই তিনি কঠোর নজরদারি বহাল রাখার ওপর গুরুত্ব দিয়ে পাথর ছুঁড়ে হামলার যথাযথ জবাব দিতে নিরাপত্তা বাহিনীগুলিকে পরস্পরের মধ্যে সমন্বয় তৈরি করে ঐক্যবদ্ধ পদক্ষেপ করার পরামর্শ দেন।
গতকাল এখানে আসা সেনাপ্রধানকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি, সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের ব্যাপারে অবহিত করা হয়। উপত্যকায় শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর সহায়ক পদক্ষেপগুলি সম্পর্কেও জানানো হয় তাঁকে।
গতকাল সোপিয়ানে জঙ্গি হামলায় নিহত তিন সেনা জওয়ানের নিথর শরীরে পুষ্পস্তবক দিয়ে গভীর শ্রদ্ধা জানান রাওয়াত। স্থানীয় সেনা কমান্ডারদের সঙ্গে সাক্ষাত্ করে তাঁদের চরম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ডাকও দেন সেনাপ্রধান।