নয়াদিল্লি: পাকিস্তানের জম্মু ও কাশ্মীরে গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সামরিক সাজসজ্জা স্বাভাবিক, কোনও উদ্বেগের বিষয় নয় বলে জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। মঙ্গলবার এখানে এক অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, প্রত্যেক দেশই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়, বাহিনী নামায়, রসদ মজুদ করে। ফলে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের অতিরিক্ত বাহিনী মোতায়েনে ভয় পাওয়ার কিছু নেই। এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের খুব বেশি বিচলিত হওয়া উচিত নয় এতে।
ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ওই রাজ্যকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশি জওয়ান নিয়ে আসছে। এ নিয়েই প্রশ্ন করা হয় সেনাপ্রধানকে। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তার সামনে যে কোনও বিপদ মোকাবিলায় তৈরি বলে জানান তিনি। বলেন, সেনাবাহিনী, গোটা বাহিনীকে ধরলে আমরা সবসময়ই যে কোনও অন্যায় ঘটলেই তার প্রতিকারে প্রস্তুত।
আগামী দিনগুলিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বৈরিতা বাড়তে চলেছে কিনা, প্রশ্ন করা হলে সেনাপ্রধানের উত্তর, সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর। শত্রুপক্ষ নিয়ন্ত্রণ রেখায় সক্রিয়তা বাড়াতে চাইলে সেটা তার ব্যাপার।
ভারত সরকারের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের পর পাকিস্তানের দিক থেকে যে কোনও হঠকারিতার সম্ভাবনা মাথায় রেখে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রেখায় সাবধান করা হয়েছে। শীর্ষ সামরিক অফিসাররা কেন্দ্রের পদক্ষেপের পর যে কোনও অসামরিক অশান্তি, বিক্ষোভ এড়াতেও পুরো অঞ্চলের ওপর কঠোর নজরদারি চালাচ্ছেন। পাকিস্তান কাশ্মীর উপত্যকায় অশান্তি পাকিয়ে আইইডি বিস্ফোরণ, ফিঁদায়ে হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে সূত্রের খবর।
নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বাড়তি সামরিক সাজসজ্জা: স্বাভাবিক, উদ্বেগের কিছুই নেই, যে কোনও বিপদ মোকাবিলায় তৈরি বাহিনী, বললেন সেনাপ্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2019 07:40 PM (IST)
ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ওই রাজ্যকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশি জওয়ান নিয়ে আসছে। এ নিয়েই প্রশ্ন করা হয় সেনাপ্রধানকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -