নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর হাতে এল ওয়েপন লোকেটিং রেডার (ডব্লুএলআর)। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও শত্রুপক্ষের অস্ত্র চিহ্নিতকারী এই রেডার সেনার হাতে তুলে দিয়েছে। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় এই রেডার তথা স্বাতী মোতায়েন করা হবে।

সূত্রের খবর, পরীক্ষামূলকভাবে চারটি ডব্লুএলআর নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা হয়েছিল। সেই পরীক্ষায় চূড়ান্তভাবে সফল স্বাতী। কারণ, স্বাতীর মোতায়েনের পর পাকিস্তানের দিকে থেকে গোলাগুলি চালানোর ঘটনা কমে গিয়েছে।

ডিআরডিও জানিয়েছে, ডব্লুএলআর স্বাতী ৫০ কিমির মধ্যে থাকা মর্টার, শেল ও রকেটের মতো অস্ত্রের সঠিক অবস্থান খুব দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে দিতে পারে। সেই অনুসারে যথার্থ জায়গায় শক্রপক্ষকে নিশানা করে হামলা বন্ধ করে দেওয়া যায়।

ডব্লুএলআর স্বাতীর পাশাপাশি ডিআরডিও পরমাণু, জৈব ও রাসায়নিক (এনবিসি) নজরদারি যানও সেনার হাতে তুলে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের উপস্থিতিতে এগুলি সেনার হাতে তুলে দেয় ডিআরডিও।

প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, একই সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে গোলাগুলি বর্ষণ হলেও সেগুলি চিহ্নিত করতে পারে এই রেডার।

সেনা প্রধান জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় এই রেডার ব্যবহার করা হচ্ছে। সেনা ৩০ টি ডব্লুএলআর চেয়েছে।