নয়াদিল্লি: জওয়ানদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে অত্যাধুনিক হেলমেটের অর্ডার দিল সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ অভিযানের সময় জীবন-মৃত্যর লড়াইয়ের ক্ষেত্রে বড়সড় পার্থক্য গড়ে দিতে পারে এই বিশ্বমানের হেলমেট।
জানা গেছে, কানপুরের এমকেইউ ইন্ডাস্ট্রিজকে এই হেলমেট উত্পাদনের বরাত দেওয়া হয়েছে। ১.৫৮ লক্ষ হেলমেটের জন্য ১৭০-১৮০ কোটি টাকার চুক্তি হয়েছে। সূত্রের খবর, ওই হেলমেটের উত্পাদন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা তিন বছরের মধ্যে সরবরাহ করা হবে।
গত দু দশকে সেনা এত বড়মাপের হেলমেট সরবরাহের বরাত এর আগে দেয়নি।
উল্লেখ্য, কানপুরের এমকেইউ ইন্ডাস্ট্রিজ বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট সহ শরীরের রক্ষা সংক্রান্ত বর্ম তৈরির ক্ষেত্রে বিশ্বের প্রথমসারির কোম্পানি। এবং সারা বিশ্বেই সশস্ত্র বাহিনীর জন্য এই সামগ্রী সরবরাহ করে থাকে।
সেনাবাহিনীর জন্য যে হেলমেটের বরাত দেওয়া হয়েছে তা স্বল্প দূরত্ব থেকে ছোঁড়া ৯ মিমি মাপের গুলি আটকে দিতে সক্ষম।
সেনা জওয়ানদের জন্য এ ধরনের আন্তর্জাতিক মানের হেলমেটের অত্যন্ত প্রয়োজন ছিল। এগুলি এমনিতেই আরামদায়ক এবং সেগুলির সঙ্গে যোগাযোগ বজায় রাখার যন্ত্রও যুক্ত করার ব্যবস্থা রয়েছে।
এক দশক আগে থেকে সেনা এলিট স্পেশ্যাল ফোর্স ইসরায়েলি ওআর-২০১ হেলমেট ব্যবহার করে। যদিও সাধারণ পদাতিক সৈন্যদের সংঘর্ষ জনিত পরিস্থিতিতে দেশে তৈরি ভারী হেলমেট পরতে হয়।
গত বছরের মার্চে সরকার ৫০ হাজার নতুন বুলেটপ্রুফ জ্যাকেটের জন্য টাটা অ্যাডভান্সড মেটেরিয়ালসের সঙ্গে চুক্তি করেছিল। প্রায় এক দশক সময় লেগে যায় এই চুক্তি করতে।