জম্মু: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ পাকিস্তানের। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাক গুলিতে মৃত্যু পশ্চিমবঙ্গের এক সেনা জওয়ানের। পাল্টা জবাব ভারতের।
সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, এদিন রাজৌরির নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তান। পাক গুলিতে গুরুতর জখম হয়ে মারা যান নায়েক রাজীব থাপা। তিনি কালসিয়া গ্রামের কাছে একটি ফরোয়ার্ড পোস্টে পাহারা দিচ্ছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় হামলা চালায় পাক সেনা। এই নিয়ে গত এক সপ্তাহে সীমান্তে পাক হামলায় তিন জওয়ান ও এক নাগরিকের মৃত্যু হয়েছে।
সেনার তরফে নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। আনন্দ বলেন, থাপা একজন সাহসী, নিষ্ঠাবান ও অত্যন্ত উদ্দীপ্ত যোদ্ধা ছিলেন। দেশসেবায় তাঁর চূড়ান্ত বলিদান চিরকাল মনে থাকবে। এই রাষ্ট্র তাঁর কাছে ঋণী। সেনার তরফে জানানো হয়, ৩৪ বছরের থাপা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেচপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী বর্তমান।
সেনা মুখপাত্র জানান, পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেওয়া হয় ভারতের তরফেও। সেনার জবাবি-হামলায় পাক সেনার একাধিক ছাউনি ধ্বংস হয়ে গিয়েছে।