নয়াদিল্লি:  আটের দশকের শেষ দিকে বোফর্স কাণ্ডের কার্যত তিন যুগ পর এই প্রথম আধুনিকমানের আর্টিলারি বন্দুক পেতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। মার্কিন মুলুক থেকে ১৪৫ এম ৭৭৭ আল্ট্রা লাইট আর্টিলারি ক্যাটাগরির বন্দুকের দুটি বন্দুক  ভারতে এসে পৌঁছেছে এসপ্তাহের শেষে। প্রসঙ্গত, আগামী মাসে এই বন্দুকের ভারতে এসে পৌঁছনোর কথা ছিল। একমাস আগেই সেটা হাতে পেয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বিএই সিস্টেমস নামের এক সংস্থায় তৈরি করেছে এই আল্ট্রা লাইট আর্টিলারি বন্দুক। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা সবসময় সবরকম ভাবে মার্কিন সরকারকে নতুন অস্ত্র তৈরিতে এবং ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণে সাহায্য করবে।


গতবছর নভেম্বরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লেটার অফ এগ্রিমেন্ট অ্যান্ড অ্যাকসেপট্যান্স বা (এলওএ) সই করে, ১৪৫ এম ৭৭৭ আল্ট্রা লাইট আর্টিলারি বন্দুক কেনার জন্যে। ২০১৬-র ১৭ নভেম্বর এই চুক্তিতে সইয়ের ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। অস্ত্রভাণ্ডারে এই অস্ত্র যোগ হওয়ার ফলে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা কয়েকগুন বেড়ে গেল, মত বিশেষজ্ঞদের। মূলত ভারতের পূর্ব সীমান্তে চিনের সঙ্গে প্রতিরোধ গড়তে এই বন্দুক এক অনস্বীকার্য ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া এয়ার পোর্টেবেল ১৫৫ এমএম/৩৯ ক্যালিব্রা বন্দুক, যার ম্যাক্সিমাম রেঞ্জ ৩০ কিমি, তৈরি করেছে বিএই সিস্টেমস। ১৪৫টি বন্দুকের মধ্যে ২৫টি মার্কিন মুলুক থেকে ভারতে পাঠাবে বিএই সিস্টেমস। ১২০টি ভারতে এনে সম্বনয় করে দেবে মহীন্দ্রা।