নয়াদিল্লি: বিদেশি ড্রোন যাতে দেশের আকাশসীমার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক না হয়ে উঠতে পারে, সেটা নিশ্চিত করার জন্য সিআইএসএফ জওয়ানদের পাকিস্তান ও চিনে তৈরি ড্রোন চিহ্নিত করার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী। গত মাসে ওড়িশার গোপালপুরে ৬ দিনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল। আরও প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

এক সিআইএসএফ অফিসার জানিয়েছেন, ‘সেনাবাহিনী আমাদের প্রশিক্ষণ দেওয়ার ফলে আমাদের ড্রোন চিহ্নিত করা ও চেনার ক্ষেত্রেই সাহায্য হবে না, কীভাবে সেই ড্রোন মাটিতে নামানো যাবে, সেটাও শিখতে পারব আমরা। সেনাবাহিনী প্রশিক্ষণের সময় আমাদের বিভিন্ন ধরনের ড্রোন দেখিয়েছে। তারা এটিকে রিমোটলি পাইলটেড এরিয়াল সিস্টেম বলে। ভারতে এবং প্রতিবেশী দেশগুলিতে তৈরি হওয়া ড্রোন কীভাবে আলাদা করে চেনা যায়, সেটা আমাদের দেখানো হয়েছে।’

দেশের ৫৯টি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। দিল্লির আকাশে ৬০ থেকে ৭০টি অজ্ঞাতপরিচয় বস্তু দেখা গিয়েছে বলে জানা যায়। সেই কারণেই সেনাবাহিনীর কাছ থেকে বিদেশি ড্রোন চেনার প্রশিক্ষণ নিচ্ছে সিআইএসএফ। ড্রোন চিহ্নিত করার জন্য রাডার ব্যবহারের কথাও ভাবছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এ বিষয়ে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে।