সিমলা: হিমাচলপ্রদেশের কিন্নর জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৩০ জন। আজ সকাল নটা নাগাদ রেকং পেও থেকে সোলান যাওয়ার পথে বাসটি খাদে পড়ে যায়।

জানা গিয়েছে, ৪০ জনের মত যাত্রী নিয়ে বেসরকারি ওই বাস সোলান যাচ্ছিল। পথে রামপুরের কাছে খানেরি এলাকায় তা গড়িয়ে পড়ে ৩০০ মিটার গভীর খাদে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাস চালক ও কন্ডাক্টরও রয়েছেন আহতদের মধ্যে।



বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। হাত লাগায় পুলিশ ও স্থানীয় প্রশাসন।