চেন্নাই: ফের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের নিশানায় প্রবীণ অভিনেতা কমল হাসান। তামিল রিয়েলিটি শো ‘বিগ বস’-এ ‘অশ্লীলতা’র প্রচার ও তামিল সংস্কৃতির ‘অবমাননা’র অভিযোগে কমল হাসানকে গ্রেফতারের দাবি জানিয়েছে হিন্দু মাক্কাল কাচ্চি। এবার তাঁর সমালোচকদের একহাত নিলেন ‘বিশ্বরূপম’ অভিনেতা। কমল সাফ জানিয়েছেন, তিনি আদৌ সফ্ট টার্গেট নয়।
হিন্দু মাক্কাল কাচ্চি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করে কমল ও তাঁর শো-য়ের প্রতিযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। এ ব্যাপারে কমল বলেছেন, বিচারব্যবস্থায় তাঁর বিশ্বাস রয়েছে এবং বিচারব্যবস্থাই তাঁকে রক্ষা করবে।
কমলের প্রশ্ন, বিগ বসে এমন কী অশ্লীল ছিল যা তামিল সংস্কৃতির পরিপন্থী? তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়েরকে খুব একটা গুরুত্ব দিতে চাননি কমল। তিনি বলেছেন, ওই লোকেদের হাতে এসব করার মতো প্রচুর সময় রয়েছে।
কমল আরও বলেছেন, তিনি আদৌ সফ্ট টার্গেট নন। তিনি কঠিন ঠাঁই। তাঁর বিরুদ্ধে যে চেষ্টা করা হচ্ছে তাতে সফল হওয়া যাবে না। অভিযোগে যুক্তিসম্মত হলে তিনি নিজেই ক্ষমা চেয়ে নিতেন বলে জানিয়েছেন কমল।
উল্লেখ্য, হিন্দু মাক্কাল কাচ্চি এর আগেও কমল হাসানকে নিশানা করেছিল। গত মার্চে মহাভারত সম্পর্কে কমলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ করেছিল এই সংগঠনটি।
কমলকে গ্রেফতারের দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই শো থেকে বামপন্থী ও দ্রাবিড়িয় ভাবধার প্রচার করা হচ্ছে। এছাড়ও শো-এ যাঁরা অংশ নিয়েছেন তাঁদের মধ্যে একজন জুলিয়ানা ছাড়া সবাই অভিনেতা-অভিনেত্রী। জালিকাট্টু প্রতিবাদের সময় জুলিয়ানা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। এই কারণেই তাঁকে শো-তে নেওয়া হয়েছে বলে দাবি হিন্দু মাক্কাল কাচ্চির।
কমল হাসানকে গ্রেফতারের দাবি হিন্দুত্ববাদী সংগঠনের, বিচারব্যবস্থায় আস্থা রয়েছে, বললেন অভিনেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2017 01:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -