নয়াদিল্লি: ৯,০০০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় বিজয় মাল্যকে দেশে ফেরানো গেলে তাঁর ঠিকানা হবে মুম্বইয়ের আর্থার রোড জেল। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে এভাবেই মাল্য মামলার সওয়ালের জবাব দেবে ভারত।

বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পর শোধ না দিয়ে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন শিল্পপতি বিজয় মাল্য। তাঁর প্রত্যর্পণের চেষ্টা করছে ভারত। ভারত সরকারের হয়ে মামলা লড়ছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা সিপিএস। তাদের মাধ্যমে এই কথা আদালতে বলা হবে। কেন্দ্র আরও বলবে, সরকারের দায়িত্ব হল বন্দিদের নিরাপত্তা দেওয়া। তাই মাল্য ভারতে তাঁর জীবনের ঝুঁকি সম্পর্কে যা বলছেন, তা ভিত্তিহীন।

মাল্যর আইনজীবীরা সওয়াল করেন, ভারতে প্রত্যর্পণ করলে তাঁদের মক্কেলের জীবন বিপন্ন হতে পারে কারণ ভারতের জেলে মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ রয়েছে। তার জবাবে কেন্দ্র জানাবে, ভারতের জেল বিশ্বের যে কোনও দেশের জেলের মতই, বন্দিদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় এখানে। মুম্বইয়ের আর্থার রোড জেলে মাল্য থাকবেন, আন্তর্জাতিক মানে এই জেল একশ শতাংশ নিরাপদ, তাঁর কোনও বিপদ হবে না।

৪ ডিসেম্বর থেকে শুনানি শুরু হবে এই প্রত্যর্পণ মামলার।