নয়াদিল্লি: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর যত পরিমাণে নোট বাতিল হয়েছে তত নোট বাজারে না ফেরানোর ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, এ ক্ষেত্রে যে ব্যবধান থাকবে তা ভরাট করবে ডিজিটাল লেনদেন। নোট বাতিলকে সাহসী সিদ্ধান্ত বলেও দাবি করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ভারত এখন এ ধরনের সাহসী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে।
অর্থমন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্তের ফলে অধিকহারে নগদ লেনদেনে রাশ টানা যাবে। নগদে লেনদেন কর ফাঁকি, কালো টাকার সমস্যা তৈরি করে। এছাড়াও অপরাধের কাজেও নগদের ব্যবহার হয়। নোট বাতিলের পর এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
ফিকির বার্ষিক বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, নোট বাতিল পরবর্তী পর্বে অন্যতম প্রচেষ্টা হল, নগদ কম রাখার পাশাপাশি বাকিটা ডিজিটাল কারেন্সির মাধ্যমে পূর্ণ করা।
জেটলি বলেছেন, নোট বাতিলের ফলে যে টাকা তুলে নেওয়া হয়েছে তার পরিবর্তে নতুন নোট বাজারে আসতে বেশি সময় লাগবে না। তিনি বলেছেন, গত পাঁচ সপ্তাহে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যে গতি এসেছে তা উত্সাহজনক।
উল্লেখ্য, পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোটে ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা বাতিল হয়েছে। তার জায়গায় এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষ কোটি টাকার নগদ বাজারে এসেছে।
যত পরিমাণ নোট বাতিল হয়েছে, তত নগদ ফিরবে না বাজারে, ইঙ্গিত অর্থমন্ত্রীর
ABP Ananda, web desk
Updated at:
18 Dec 2016 10:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -