নয়াদিল্লি: মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করার জন্য পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিংহ মাজিতিয়ার কাছে ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। অমৃতসরের একটি আদালতে তিনি চিঠি দিয়ে মাজিতিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদলের আত্মীয় মাজিতিয়া তাঁর উদ্দেশে দিল্লির মুখ্যমন্ত্রীর লেখা চিঠি প্রকাশ করেছেন। সেই চিঠিতে কেজরীবাল লিখেছেন, ‘কিছুদিন আগে আমি আপনার বিরুদ্ধে মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ করেছিলাম। আমার এই বক্তব্য রাজনৈতিক ইস্যু হয়ে গিয়েছে। আমি জানতে পেরেছি, আমার অভিযোগের প্রমাণ মেলেনি। তাই এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি অমৃতসরের আদালতে মানহানির মামলা করেন। আমি অভিযোগ প্রত্যাহার করছি এবং ক্ষমা চাইছি।’

কেজরীবাল ক্ষমা চেয়ে নেওয়ায় খুশি মাজিতিয়া। তিনি বলেছেন, ‘একজন মুখ্যমন্ত্রী আদালতে চিঠি দিয়ে আমার বিরুদ্ধে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। এটা ঐতিহাসিক মুহূর্ত। শেষপর্যন্ত সত্যের জয় হয়েছে। মানুষ ভুল করে। এটা মানুষের স্বভাব। কেজরীবাল ভুল স্বীকার করে সাহসের পরিচয় দিয়েছেন। মিথ্যা বলে ভোট চাওয়া সমাজের পক্ষে ভাল নয়। আমি চাই সব রাজনীতিবিদ এটা বুঝুন।’

পঞ্জাবে প্রকাশ সিংহ বাদল সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের মদত দেওয়ার অভিযোগ করেন কেজরীবাল। তাঁর অভিযোগের কেন্দ্রে ছিলেন মাজিতিয়া। এর জেরে ২০১৬ সালের ২০ মে অমৃতসরের আদালতে কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাজিতিয়া। সেই মামলাতেই ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী।