আজ কংগ্রেস দপ্তরে অজয় মাকেন, পি সি চাকো, রণদীপ সিংহ সুরজেওয়ালাদের উপস্থিতিতে কংগ্রেসে ফের যোগ দিয়ে 'আদর্শগত দিক থেকে বিজেপিতে আমায় মানায় না' বলে মন্তব্য করেন লাভলি। বলেন, বিজেপিতে যোগদানের সময় আমি এও বলেছিলাম যে, দল ছাড়ার সিদ্ধান্তটা আমার কাছে আনন্দের ব্যাপার নয়, কষ্টের। পরে অজয় মাকেনের সঙ্গে কথা বলে মতপার্থক্য কাটিয়ে ফেলি।
লাভলি দিল্লি পুরসভা ভোটে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে টিকিট বিলির চাঞ্চল্যকর অভিযোগ এনে দল ছাড়েন, এমনকী বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দাবিও করেন, কংগ্রেস আর আগের সেই কংগ্রেস নেই, দলের অনেক সিনিয়র নেতারই 'দমবন্ধ' হয়ে আসছে।
গত এপ্রিলে বিজেপিতে যোগদানের পর তাঁর তুমুল নিন্দা, সমালোচনা হয়েছিল। আত্মপক্ষ সমর্থনে লাভলি বলেছিলেন, ২০১৫-য় মাকেন ছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। দল হেরে যায়। কিন্তু আমায় প্রদেশ সভাপতি থেকে সরে যেতে বলা হয়। ওর উত্থান হয়। তারপরও কিছু বলিনি। দলেই থেকে যাই। কিন্তু আর অপেক্ষা করতে পারছি না।
লাভলির প্রত্যাবর্তনের খবরে সন্তোষ প্রকাশ করে শীলা দীক্ষিত বলেছেন, উনি কংগ্রেসে ফিরে আসায় খুবই খুশি আমি।