নয়াদিল্লি: বিশ্বের সব রাজনৈতিক নেতার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পরেই মোদী সোশ্যাল মিডিয়ায় শীর্ষস্থানে উঠে এসেছেন। ফেসবুক, ট্যুইটার, ইউটিউব ও গুগল প্লাস মিলিয়ে সারা বিশ্বের রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার মোদীরই।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে মোদীর ফলোয়ার সংখ্যা ৩৯.২ মিলিয়ন। ট্যুইটারে মোদীকে ফলো করছেন ২৬.৫ মিলিয়ন মানুষ। গুগল প্লাস, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ও ইউটিউবে মোদীর ফলোয়ার সংখ্যা যথাক্রমে ৩.২ মিলিয়ন, ১.৯৯ মিলিয়ন, ৫.৮ মিলিয়ন ও ৫.৯১ লক্ষ। মোদীর মোবাইল অ্যাপ ডাউনলোড করেছেন এক কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী।
ভারতের প্রধানমন্ত্রী যথেষ্ট টেক স্যাভি। তিনি ডিজিটাল ইন্ডিয়া গড়ার ডাক দিয়েছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দেশবাসীর পরামর্শ চেয়ে থাকেন মোদী।
ওবামার বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2017 08:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -