নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের পর বদলা নেওয়ার সুযোগ খুঁজছে পাকিস্তান। যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান নির্দিষ্ট সময়ের আগেই হাতে পেয়ে যেতে পারে ভারত। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর রবিবার জানিয়েছেন, ফ্রান্স থেকে নির্ধারিত ৩৬ মাসের আগেই ভারতে আসা শুরু হতে পারে রাফালে।
পর্রীকর জানিয়েছেন, চুক্তিমত ৩৬ মাস পর থেকে রাফালে আসা শুরু হবে। কিন্তু বাস্তবে তা আরও আগে হতে পারে। অল্পদিন আগে ৭.৮৭ বিলিয়ন ইউরোর রাফালে চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ফ্রান্স। এই জেটে শুধু ভারতের জন্য নির্দিষ্ট কিছু প্রযুক্তি রয়েছে, যা ভারতীয় বায়ুসেনাকে শত্রুদের থেকে অনেকটাই এগিয়ে দেবে।
এই রাফালের সাহায্যে ভারতীয় স্থলসীমার মধ্যে থেকেই পাকিস্তানের নিশানায় আঘাত হানতে পারবে বায়ুসেনা। একইভাবে আঘাত হানা সম্ভব ভারতের উত্তর ও পূর্ব সীমান্ত পেরিয়েও। এছাড়া রাফালের সঙ্গেই আসবে ‘স্ক্যাল্প’ নামে আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৩০০ কিলোমিটার।
৬৬ মাসের মধ্যে ৩৬টি রাফালে যুদ্ধবিমান ভারতের হাতে আসার কথা।
পাক হামলার শঙ্কা, নির্ধারিত ৩৬ মাসের আগেই ভারতে আসতে পারে রাফালে যুদ্ধবিমান
ABP Ananda, Web Desk
Updated at:
02 Oct 2016 12:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -