নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে মরিয়া জঙ্গিরা। আইএসআইয়ের পক্ষ থেকে যে কোনও মূল্য বদলা নিতে জঙ্গিদের নির্দেশ দেওয়া হয়েছে। জইশের পক্ষ থেকে ফের দিল্লির সংসদ ভবন আক্রমণের ছক কষা হচ্ছে। এর পিছনে আছে জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের মস্তিষ্ক। খবর গোয়েন্দা সূত্রে।

সূত্রের খবর, সংসদে জঙ্গি নাশকতার ছক কষছে মাসুদ আজহারের জঙ্গি সংগঠন। আত্মঘাতী হামলা হওয়ার আশঙ্কা। হামলা হতে পারে লোটাস টেম্পল-এও।

উল্লেখ্য, ২০০১-এ সংসদভবনে হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা। ২০১৩-র ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর হয় এই হামলায় অন্যতম অপরাধী আফজল গুরুর। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার ঘটনায় মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ জড়িত ছিল বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, উরি হামলার পর গত ২৮ সেপ্টেম্বর রাতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় চালায় ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেয় ৭ টি জঙ্গি লঞ্চ প্যাড। এরই প্রেক্ষিতে বদলা নিতে মরিয়া জঙ্গিরা, এমনটাই সূত্রের খবর।