গুয়াহাটি: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি)বা নাগরিকপঞ্জীর প্রথম খসড়া গতকাল মধ্যরাতে প্রকাশ করল অসম সরকার। প্রথম তালিকায় ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ১.৯ কোটির নাম উঠেছে।
অসমের প্রধান সমস্যা বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে এ রাজ্যে বেআইনিভাবে ঢুকে পড়া লাখ লাখ অনুপ্রবেশকারী, যাঁদের চিহ্নিত করা শক্ত। তাঁদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যেই দেশের প্রথম রাজ্য হিসেবে নাগরিকপঞ্জী তৈরি করছে তারা। এনআরসি প্রক্রিয়া নতুন কিছু নয়, ১৯৫১ সালে প্রথম তৈরি হয় এই নাগরিকপঞ্জীর খসড়া। কিন্তু ৬ দশক পর এই প্রথম তা প্রকাশ্যে এল।
এই পরিস্থিতিতে অশান্তির আশঙ্কায় নিরাপত্তার চাদরে গোটা অসম মুড়ে দেওয়া হয়েছে, মোতায়েন হয়েছে সেনা। সংবেদনশীল এলাকাগুলিতে যাতে অশান্তি না ছড়ায়, তার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
যদিও যাঁদের নাম প্রথম তালিকায় ওঠেনি, এখনই তাঁদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে অসম সরকার ও এনআরসি কর্তৃপক্ষ। তাদের আশ্বাস, যাঁদের নাম প্রথম তালিকায় জায়গা পায়নি, তাঁদের নাগরিকত্ব খতিয়ে দেখার কাজ এখনও চলছে। নাগরিকপঞ্জীর আরও খসড়া ক্রমে ক্রমে প্রকাশ্যে আসবে, সেগুলিতে তাঁদের নাম থাকতে পারে।
এনআরসির রাজ্য সমন্বয়কারী প্রতীক হাজেলা জানিয়েছেন, নাম ধরে ধরে প্রত্যেকের বংশপঞ্জী খতিয়ে দেখা অত্যন্ত পরিশ্রমসাধ্য ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই কোনও একটি পরিবারের সব সদস্যের নাম প্রথম খসড়ায় নাই থাকতে পারে, তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি এপ্রিলে, শীর্ষ আদালতের নির্দেশের ভিত্তিতে পরবর্তী খসড়া প্রকাশের সময়সীমা স্থির হবে। গোটা প্রক্রিয়া শেষ হবে এ বছরের মধ্যে।
৩.২৯ কোটির মধ্যে জায়গা পেলেন ১.৯ কোটি, অসম প্রকাশ করল নাগরিকপঞ্জীর প্রথম খসড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2018 07:49 AM (IST)
সর্বানন্দ সোনোওয়াল, মুখ্যমন্ত্রী, অসম
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -