নয়াদিল্লি: জ্যোতিষী, ট্যারট রিডার বা রাজনৈতিক বিশ্লেষকদের দিয়ে ভোটের ফলের ভবিষ্যদ্বাণী করা যাবে না। তা জনগণের প্রতিনিধি আইনের ১৬ এ ধারা লঙ্ঘন করছে। জানাল নির্বাচন কমিশন।


কমিশন জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ভোটগ্রহণ প্রক্রিয়া পুরোপুরি শেষ হচ্ছে, ততক্ষণ এ ভাবে ভবিষ্যদ্বাণী বেআইনি।

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার কেন্দ্রে সামনেই ভোট। তার আগে ফল জানার জন্য টিয়াপাখি হাতে জ্যোতিষীদের আর ডাকতে পারবে না স্থানীয় চ্যানেলগুলো।

উত্তরপ্রদেশ ভোটের প্রথম পর্যায় শেষ হওয়ার পর একটি হিন্দি সংবাদপত্রে এক্সিট পোল প্রকাশিত হয়। সেই কাগজটির বিরুদ্ধে কমিশন এফআইআর দায়ের করেছে।

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ও নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

যদিও প্রেস কাউন্সিলের মতে, এই নির্দেশ মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী। সাংবাদিক ও বিশ্লেষকরা যদি ভোটের ফল নিয়ে আলাপ আলোচনা না করতে পারেন, তবে রাজনীতিকদেরও সেই স্বাধীনতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছে তারা।