রাঁচি: সদ্য বিবাহিতা এক তরুণীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করল তাঁরই স্বামী এবং তার বন্ধুরা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু জেলার রাহাইয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা সকলেই এখন পলাতক।
পালামু জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট হীরালাল রবি জানিয়েছেন, অভিযুক্ত মিস্টার আনসারি দিন কয়েক আগে ওই গ্রামেরই এক তরুণীকে বিয়ে করে। এরপর বুধবার রাতে মিস্টার আনসারি তার দুই বন্ধু বাবলু সিংহ এবং আফজল মিঞাকে নিয়ে তরুণীর বাড়ি যায়। সেখানে গিয়ে মিস্টার আনসারি তরুণীকে ধর্ষণ করে। এরপর তার দুই বন্ধুও মেয়েটিকে ধর্ষণ করে। শুধু তরুণীকে ধর্ষণ করেই থেমে থাকেনি অভিযুক্ত ব্যক্তিরা, ধর্ষণের মুহূর্তটি ভিডিওয়ে রেকর্ডও করে নেয় তারা। তারপর মেয়েটিকে তার স্বামী হুমকি দেয়, ঘটনার কথা জানাজানি হলে ফল ভাল হবে না।
তবে ধর্ষিতা তরুণী কোনওভাবে পরের দিন পালিয়ে, নিজের বাবা-মাকে সঙ্গে নিয়ে থানায় যায়। যদিও প্রথমে তরুণীর থেকে কোনও অভিযোগ নিতে রাজি হয়নি থানা। পরে ডিএসপি-র নির্দেশে অভিযোগ নেয় থানা। শুরু হয়েছে তদন্ত।
মাথায় বন্দুক ঠেকিয়ে নববিবাহিতা স্ত্রীকে ধর্ষণ করল স্বামী ও তার বন্ধুরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2016 01:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -